রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১৪ ডিসেম্বর ২০২২ বেলুড় মঠ-প্রাঙ্গণে অবস্থিত চিকিৎসালয়ের বিপরীত দিকে ‘মা সারদা ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১৪ ডিসেম্বর ২০২২ বেলুড় মঠ-প্রাঙ্গণে অবস্থিত চিকিৎসালয়ের বিপরীত দিকে ‘মা সারদা ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ। প্রস্তাবিত ছয়তলা বাড়িটিতে থাকবে প্রতী‌ক্ষালয়, ভক্ত ও দর্শনার্থীদের ঘর এবং জনসাধারণের জন্য কিছু সুযোগ-সুবিধা। গত ১৫ ডিসেম্বর ২০২২ বেলুড় মঠে শ্রীমা সারদাদেবীর শুভ আবির্ভাবতিথি ‌‌উদ্‌যাপিত হয়। সারাদিনব্যাপী হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় ৩২,০০০ ভক্ত খিচুড়ি-প্রসাদ গ্রহণ করেন। বৈকালিক জনসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। সেবাব্রত চিকিৎসাশিবির রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রগুলির চ‌ক্ষু ও অন্যান্য চিকিৎসাশিবির নিম্নরূপ : আসানসোল : গত ১৩ নভেম্বর ২০২২ গড়পাথর গ্রামে অনুষ্ঠিত শিবিরে ৮১ জন রোগীর চিকিৎসা এবং ৭ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়। ২০ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের আলাদি গ্রামে অনুষ্ঠিত চিকিৎসাশিবিরে ১৪জন চিকিৎসক ৪১৩ জন রোগীর চিকিৎসা করেন। বাঁকুড়া : গত সেপ্টেম্বর মাসে ৮৩৮ জন রোগীর চোখ পরী‌ক্ষা করে ১৫৫ জনের অস্ত্রোপচার এবং ৮০ জনকে চশমা প্রদান করা হয়। কোয়েম্বাতুর মিশন : গত ২৯ অক্টোবর থেকে ২০ নভেম্বর কোয়েম্বাতুর জেলায় গ্রামীণ ও আদিবাসী এলাকায় ৮টি চিকিৎসাশিবিরে ৩৬৫ জন রোগীর দন্ত, অস্থি প্রভৃতি চিকিৎসা করা হয়। কোচবিহার : গত ৩০ অক্টোবর একটি চিকিৎসাশিবিরে ৪০ জন রোগীর ওষ্ঠ ও তালু পরী‌ক্ষা করা হয়। দিল্লি : গত অক্টোবর মাসে ২০ জন রোগীর চোখের অস্ত্রোপচার ও ৩ জনকে চশমা প্রদান করা হয়। গুয়াহাটি : গত ১৩ নভেম্বর দারাং জেলার বারবাড়ি গ্রামে অনুষ্ঠিত একটি চিকিৎসাশিবিরে ৪২৬ জন রোগীর চিকিৎসা করা হয়। জলপাইগুড়ি : গত ১৩ নভেম্বর একটি শিবিরে ১৬৭ জন রোগীর চোখ পরী‌ক্ষা করে ৮১ জনকে চশমা প্রদান করা হয়। জামশেদপুর : গত ৪ নভেম্বর ৪৭ জনের চোখ পরী‌ক্ষা এবং ২৬ জনের ছানি অস্ত্রোপচার করা হয়। ঝাড়গ্রাম : গত ১৩ নভেম্বর একটি স্বাস্থ্যশিবিরে ৭৬ জন রোগীর চিকিৎসা এবং ১৫৬ জনের বিভিন্ন রোগের পরী‌ক্ষা করা হয়। কামারপুকুর : গত...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in