গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরে ‘একলব্য মডেল রেসিডেন্সিয়াল

সম্মান প্রদান রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা : গত ৫ সেপ্টেম্বর ২০২৪ ‘সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সি.বি.এস.ই.)’ আয়োজিত রাজ্যস্তরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরী‌ক্ষায় সর্বশ্রেষ্ঠ ফলাফলের জন্য এই কেন্দ্রের বিদ্যালয়কে ত্রিপুরা রাজ্য সরকার ‘বেস্ট স্কুল অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, কামারপুকুর : এই কেন্দ্রের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শি‌ক্ষককে জেলা স্তরে ‘সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন (এস.ও.এফ.)’ ‘বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। ছাত্রকৃতিত্ব রামকৃষ্ণ মিশন আশ্রম, ঝাড়গ্রাম : গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরে ‘একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কালচার ও লিটারারি ফেস্ট অ্যান্ড কলা উৎসব’-এর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই কেন্দ্রের বিদ্যালয়ের শি‌ক্ষার্থীরা অংশগ্রহণ করে ৬টি প্রথম পুরস্কার, ৪টি দ্বিতীয় পুরস্কার ও ৫টি তৃতীয় পুরস্কার অর্জন করেছে। এছাড়াও এই বিদ্যালয়কে একটি ট্রফি এবং ৫১,০০০ টাকা পুরস্কারস্বরূপ দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশন আশ্রম, নারায়ণপুর : রাজ্যস্তরে ‘স্কুল গেম্স ফেডারেশন অব ইন্ডিয়া (এস.জি.এফ.আই.)’ কর্তৃক আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় এই কেন্দ্রের বিদ্যালয়ের ছাত্ররা খো খো ও ভলিবলে প্রথম ও দ্বিতীয় পুরস্কার এবং টেবিলটেনিসে তৃতীয় পুরস্কার লাভ করেছে। এছাড়াও ছাত্ররা দৌড় প্রতিযোগিতায় ২টি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ এবং জ্যাভলিন থ্রো-এ ১টি রুপো ও লং জাম্পে ১টি ব্রোঞ্জ পদক লাভ করেছে। রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, বেলুড়  মঠ : গত মে ২০২৪ নিউ দিল্লিতে ‘ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট কর্পোরেশন’ কর্তৃক আয়োজিত ‘ইন্ডিয়া-স্কিল্‌স’ প্রতিযোগিতায় এই কেন্দ্রের শিল্পবিদ্যালয় (আই.টি.আই.)-এর একটি ছাত্র পদক ও শংসাপত্র লাভ করেছে। বিশেষ সংবাদ রামকৃষ্ণ মিশন আশ্রম, মোরাবাদি, রাঁচি : আশ্রমের দিব্যায়ণ কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা দুই ধরনের স্থানীয় সুগন্ধযুক্ত ধান আবিষ্কার করেছেন। ‘ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (আই.সি.এ.আর.)’ তাঁদের স্বীকৃতি ও শংসাপত্র প্রদান করে সম্মানিত করেছে। মূল্যবোধ শি‌ক্ষা ও যুব অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউট অব ভ্যালুস, গুরুগ্রাম : গত ২ থেকে ২০ জুলাই ২০২৪ ভারতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত শি‌ক্ষকদের জন্য মূল্যবোধ শি‌ক্ষা বিষয়ে ৩৫টি কর্মশালায় মোট ১২৫৮ জন প্রতিনিধি যোগদান করেন। ১৩ থেকে ২৫ জুলাই অনলাইনে অনুষ্ঠিত ৭টি...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in