রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২—৫ অক্টোবর ২০২২ ভাবগম্ভীর ও আনন্দময় পরিবেশে প্রতিমায় শ্রীশ্রীদুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২—৫ অক্টোবর ২০২২ ভাবগম্ভীর ও আনন্দময় পরিবেশে প্রতিমায় শ্রীশ্রীদুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মাঝে মাঝে বৃষ্টিপাত সত্ত্বেও হাজার হাজার ভক্ত জগন্মাতার দর্শন ও আশীর্বাদলাভের উদ্দেশ্যে এই চারদিনের পূজানুষ্ঠানে যোগদান করেন। মহাষ্টমীতে প্রায় ৫৫ হাজার এবং চারদিনে প্রায় ১ ল‌ক্ষ ৩০ হাজার ভক্ত প্রসাদ পান। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নিম্নলিখিত কেন্দ্রে (ভারতে) প্রতিমায় শ্রীশ্রীদুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে : আঁটপুর, আসানসোল, বারাসত, বিলাসপুর, কাঁথি, কোচবিহার, ধলেশ্বর, ডিগবয়, ঘাটশিলা, গুয়াহাটি, গোয়ালিয়র, জলপাইগুড়ি, জামসেদপুর, জয়রামবাটী, কৈলাশহর, কামারপুকুর, করিমগঞ্জ, কাসুন্দিয়া, লখনৌ, মালদা, মেদিনীপুর, মুম্বাই, পাটনা, পোর্ট ব্লেয়ার, রহড়া, শেলা (সোহরার অধীন), শ্যামসায়র, শিলচর ও বারাণসী অদ্বৈত আশ্রম। রামকৃষ্ণ মিশন, নিউ দিল্লি : প্রাথমিক বিদ্যালয়ের (১ম থেকে ৫ম শ্রেণি) ছাত্রছাত্রীদের জন্য ‘Awakening’ নামে একটি পাঁচবছরের পর্যায়ক্রমিক মূল্যবোধ শি‌ক্ষা পাঠক্রম প্রস্তুত করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২২ এই পাঠক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শি‌ক্ষা, দ‌ক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, ২০১৪ সালে আশ্রমের ৬ষ্ঠ—৯ম শ্রেণির ছাত্রছাত্রীদের পাঠ্যসূচিতে ‘Awakened Citizen Programme’ অন্তর্ভুক্ত করা হয়েছিল। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দেওঘর : গত ২২—২৪ সেপ্টেম্বর ২০২২ বিদ্যাপীঠের শতবার্ষিকী উৎসবের সূচনাপর্ব উদ্‌যাপিত হয়। উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এই তিনদিনের অনুষ্ঠানসূচির মধ্যে ছিল জনসভা, ‘Empowering the Youth—the Vivekananda Way’ বিষয়ক আলোচনাসভা, শি‌ক্ষামূলক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল ও কুইজ প্রতিযোগিতা এবং ড্রিল প্রদর্শনী। এই সমস্ত অনুষ্ঠানে বহু বিশিষ্ট মানুষ, সন্ন্যাসী, ব্রহ্মচারী, ছাত্র, অভিভাবক ও প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। নতুন কেন্দ্র স্থাপন শ্রীরামকৃষ্ণ ট্রাস্ট, চেনগাম অধিগ্রহণ করে রামকৃষ্ণ মঠের একটি শাখাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Math, No. 1, Ramakrishna School Road, Chengam, Dist. Tiruvannamalai, Tamil Nadu 606701. Phone no. (04188) 222464, email : chengam@rkmm.org। এই আশ্রমটি ১৯৭৮ সালে স্থাপিত হয়েছিল। গত ২ নভেম্বর ২০২২ শ্রীশ্রীজগদ্ধাত্রীপূজার পুণ্যদিনে হরিয়ানায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউট অব ভ্যালুস, গুরুগ্রাম-এর...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in