রামকৃষ্ণ মিশন সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের
রামকৃষ্ণ মিশনের ১১৫তম বার্ষিকসাধারণ সভা গত ১৫ ডিসেম্বর ২০২৪ বিকাল সাড়ে তিনটায় রামকৃষ্ণ মিশনের ১১৫তম বার্ষিক সাধারণ সভা বেলুড় মঠে অনুষ্ঠিত হয়। এই সভায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ রামকৃষ্ণ মিশনের ২০২৩-২৪ অর্থবর্ষের কার্যবিবরণী বিষয়ে মিশনের পরিচালন সমিতির প্রতিবেদন উপস্থাপন করেন। এই প্রতিবেদনের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ : পুরস্কার ও সম্মান রামকৃষ্ণ মিশন সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছ থেকে ‘Governor’s Award for Excellence’ এবং অরুণাচলপ্রদেশে প্রশংসনীয় পরিষেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ‘Arunachal Pradesh State Award’ লাভ করেছে। তিরুপতির জাতীয় সংস্কৃত মহাবিদ্যালয় পরিচালিত ‘All India Sanskrit Students Talent Festival’-এ বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রগণ ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক লাভকরেছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সভাপতি কর্তৃক আগরতলার বিবেকনগর বিদ্যালয় আদর্শ CBSE বিদ্যালয়রূপে উচ্চ-প্রশংসিত হয়েছে। ভারত সরকারের নীতি আয়োগ পরিচালিত একটি জাতীয় স্তরের boot camp-এ এই বিদ্যালয়ের ছাত্রগণ ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। নতুন শাখাকেন্দ্র হরিয়ানার গুরুগ্রাম, পশ্চিমবঙ্গের কল্যাণী, অসমের খারুপেটিয়া, মহারাষ্ট্রের সাকোয়ার, তামিলনাড়ুর থিরুমুক্কুডল এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রামকৃষ্ণ মিশনের ৬টি নতুন শাখাকেন্দ্র স্থাপন করা হয়েছে। মধ্যপ্রদেশের অমরকণ্টক, পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর ও কর্ণাটকের ভেঙ্কটপুরায় রামকৃষ্ণ মঠের ৩টি নতুন শাখাকেন্দ্রের সূচনা হয়েছে। ভারতবর্ষে কর্মধারা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন তাদের ২৩৫টি ভারতীয় শাখাকেন্দ্র ও উপকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সেবাকার্যের জন্য সর্বমোট ১২৯২.০৩ কোটি টাকা নিম্নলিখিত কর্মসূচিতে ব্যয় করেছে : কর্মসূচির বিবরণউপভোক্তার সংখ্যা (লক্ষের হিসাবে)ব্যয়িত অর্থের পরিমাণ (কোটি টাকার হিসাবে)ত্রাণ ও পুনর্বাসন ৫.২৩ ৮.৫৬সাধারণ কল্যাণমূলক সেবা ৫৬.৩৪ ২৯.০৭চিকিৎসা ৭৯.২৮৪৯৬.৭০শিক্ষা ২.৮৭ ৭১২.৮৯গ্রামীণ উন্নয়ন ২.৪০ ১৮.৩১সাহিত্য প্রকাশনা ২৬.৫০মোট ১২৯২.০৩ বহির্ভারতে কর্মধারা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন তাদের ১১০টি বহির্ভারতীয় শাখাকেন্দ্র ও উপকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক সেবাকার্য রূপায়িত করেেছ।রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সকল প্রকার কল্যাণমূলক সেবাপ্রকল্প সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত সভ্য, শুভানুধ্যায়ী ও অনুরাগী ভক্তকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্বামী সুবীরানন্দসাধারণ সম্পাদকরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, হায়দরাবাদ : গত ১০ সেপ্টেম্বর...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in