শ্চিমবঙ্গের শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের একটি নতুন শাখাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা
নতুন কেন্দ্র ও উপকেন্দ্র স্থাপন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের একটি নতুন শাখাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Mission, 4th Mile Sevoke Road, Siliguri, Dist. Jalpaiguri, West Bengal 734008, Phone no. 9038355130, email : siliguri@rkmm.org রামকৃষ্ণ মিশন আশ্রম, ঝাড়গ্রাম-এর একটি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই উপকেন্দ্রের ঠিকানা : Ramakrishna Mission Ashrama, Srirampur, Ward no. 16, P.O. & P.S. Jhargram, West Bengal 721507 সম্মান প্রদান রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কোঝিকোড় : গত ১৫ অগস্ট ২০২৪ ‘জওহরলাল নেহেরু কালচারাল সোসাইটি, কোঝিকোড়’ এই কেন্দ্রের বিদ্যালয়কে ‘Best School Award’ প্রদান করেছে। বহির্ভারত রামকৃষ্ণ মিশন, কলম্বো, শ্রীলঙ্কা : গত ৫ অগস্ট ২০২৪ বার্ষিক উৎসব উপলক্ষে ‘শ্রী পেচি আম্মন মন্দির’-এ আগত ২৫০০ ভক্তের জন্য এই কেন্দ্রের বাট্টিকালোয়া উপকেন্দ্র জলযোগের আয়োজন করে। দেহত্যাগ স্বামী উমাত্মানন্দ (কৃষ্ণকলি মহারাজ) গত ২৮ অগস্ট ২০২৪ সকাল ৭টা ৫০ মিনিটে কলকাতার সেবাপ্রতিষ্ঠানে দেহত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য। ১৯৫৪ সালে লখনৌ কেন্দ্রে তিনি যোগদান করেন এবং ১৯৬৩ সালে শ্রীমৎ স্বামী মাধবানন্দজী মহারাজের কাছ থেকে সন্ন্যাসলাভ করেন। তিনি লখনৌ, আলমোড়া, ভুবনেশ্বর, কামারপুকুর, বৃন্দাবন, কনখল, বলরাম মন্দির ও জয়রামবাটী কেন্দ্রে সেবাকাজ করেছেন। গত তিন দশক তিনি বেলুড় মঠে অবস্থান করছিলেন। সদাহাস্যময় মহারাজ ছিলেন আত্মনির্ভরশীল ও তপস্বী স্বভাবের।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in