বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক বিভাগের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন আশ্রম, রামহরিপুর : গত ৩১ মে ২০২৪ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক বিভাগের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন আশ্রম, মোরাবাদি, রাঁচি : গত ১ জুলাই ২০২৪ ‘দি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, রঁাচি’ এই কেন্দ্রকে শি‌ক্ষা ও সংস্কৃতি ‌ক্ষেত্রে অবদানের জন্য সংবর্ধনা প্রদান করে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শিকড়া-কুলীনগ্রাম : গত ৭ জুলাই ২০২৪ রথযাত্রার পুণ্য দিনে একটি অনুষ্ঠানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ-মন্দিরে শয়নঘর এবং রন্ধনশালা-সহ ভোজনক‌ক্ষ ও প্রবীণ সন্ন্যাসীদের নবসংস্কৃত আবাসগৃহের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। স্বামী সুবীরানন্দজী মহারাজ, ১৬৫ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ২০০০ ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, ঝাড়গ্রাম : গত ১৯—২৮ জুলাই ২০২৪ ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩৪৩ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। ২৮ জুলাই এই কেন্দ্রে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মঠ, হায়দরাবাদ : গত ২৭ ও ২৮ জুলাই ২০২৪ আশ্রমের সুবর্ণজয়ন্তী (১৯৭৩—২০২৩) উদ্‌যাপন উপল‌ক্ষে যথাক্রমে ‘ইন্ডিয়া’স এডুকেশনাল ভিসন অ্যান্ড রোল অব এডুকেটর্স’ বিষয়ে সারাদিনব্যাপী কর্মশালা এবং আধ্যাত্মিক শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান-দুটিতে যথাক্রমে ১১০০ শি‌ক্ষাবিদ ও ৬০০ ভক্ত অংশগ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন, বিলাসপুর : গত ১১ অগস্ট ২০২৪ স্বামী সুবীরানন্দজী মহারাজ একটি চিকিৎসালয় ও একটি শি‌ক্ষাকেন্দ্রের উদ্বোধন করেন। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, কোয়েম্বাতুর : গত ১৪-১৫ অগস্ট ২০২৪ বিশেষভাবে স‌ক্ষম মানুষদের জন্য রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। তামিলনাড়ুর ২৫টি জেলার মোট ৬১৬ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। ছাত্রকৃতিত্ব রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা : গত ১৩—২৪ মে ২০২৪ হায়দরাবাদে অনুষ্ঠিত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) পরিচালিত যুব বৈজ্ঞানিক কার্যক্রমে বিদ্যালয়ের দশম শ্রেণির একটি ছাত্র দলগতভাবে প্রথম পুরস্কার লাভ করেছে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা : ‘সিলভার-জোন অলিম্পিয়াড’-এ ছাত্রদের অসামান্য কৃতিত্বের জন্য এই কেন্দ্রের বিদ্যালয়কে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। নতুন শাখাকেন্দ্র স্থাপন...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in