অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল মাননীয় গুরমিত সিং

উৎসব-অনুষ্ঠান অদ্বৈত আশ্রম, মায়াবতী : আশ্রমের ১২৫তম বর্ষপূর্তি (১৮৯৯—২০২৪) উপল‌ক্ষে গত ৩১ মার্চ ও ১ এপ্রিল ২০২৪ দুদিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। ৩১ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল মাননীয় গুরমিত সিং। এই উপল‌ক্ষে একটি যুবসম্মেলন, দুটি আলোচনাসভা এবং সন্ন্যাসীদের জন্য একটি আধ্যাত্মিক শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ৪১ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ৩৫০ জন ভক্ত ও যুব প্রতিনিধি যোগদান করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, সোহরা (চেরাপুঞ্জি) : গত ৬—৮ এপ্রিল ২০২৪ বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসভা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃিতর মাধ্যমে কেন্দ্রের শতবর্ষপূর্তি (১৯২৪—২০২৪) উৎসব উদ্‌যাপিত হয়। তিনদিনব্যাপী অনুষ্ঠানে ১০০ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী, ৯০০০ ভক্ত, ছাত্র ও প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করেন। বহির্ভারতউৎসব-অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি ট্রাবুকো ক্যানিয়নে অবস্থিত রামকৃষ্ণ মঠের ৭৫তম বর্ষপূর্তি উপল‌ক্ষে সন্ন্যাসীর আদর্শ বিষয়ে আলোচনাসভা প্রভৃতি অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, সাও পাওলো, ব্রাজিল : গত ৬-৭ এপ্রিল ২০২৪ বিশেষ পূজা, ভক্তিগীতি, ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আশ্রমের রজতজয়ন্তী (১৯৯৯—২০২৪) উৎসব উদ্‌যাপিত হয়। ব্রাজিলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মাননীয় সুরেশ কে. রেড্ডি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগদান করেন। দেহত্যাগ স্বামী গঙ্গাধরানন্দ (পূর্ণেন্দু মহারাজ) গত ২ মে ২০২৪ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বারাণসীর রামকৃষ্ণ মিশন হোম অব সার্ভিসের হাসপাতালে দেহত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কয়েক বছর পূর্বে তাঁর ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও ডানদিকে প্যারালাইসিস ধরা পড়ে। মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী মাধবানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য। ১৯৬৭ সালে মনসাদ্বীপ কেন্দ্রে তিনি যোগদান করেন এবং ১৯৭৭ সালে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের কাছ থেকে সন্ন্যাসলাভ করেন। তিনি মনসাদ্বীপ, দিনাজপুর (বাংলাদেশ), সেবাপ্রতিষ্ঠান, কাঁকুড়গাছি, বারাণসী অদ্বৈত আশ্রম ও তমলুক কেন্দ্রে সেবাকাজ করেছেন। দীর্ঘ ২৫ বছর যাবৎ তিনি তমলুক কেন্দ্রে ছিলেন। তার মধ্যে শেষ ১১ বছর ঐ কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। গত ২০১২ সাল থেকে বারাণসীর দুই কেন্দ্রে তিনি অবসরজীবন যাপন করছিলেন। তিনি ছিলেন আত্মনির্ভরশীল ও মিশুকে স্বভাবের। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in