৭ এপ্রিল ২০২৪ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ৭ এপ্রিল ২০২৪ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজের স্মরণে বিশেষ পূজা ও ভাণ্ডারা অনুষ্ঠিত হয়। সমস্ত দিনব্যাপী বহু ভক্ত মঠে আগমন করেন। দুপুরে প্রায় ১০০০ সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ৫০,০০০ ভক্ত প্রসাদ পান। বিকালের স্মৃতিসভায় সভাপতিত্ব করেন পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠ, হায়দরাবাদ : গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৪ বিশেষ পূজা, শ্রীশ্রীচণ্ডীহোম, সংগীতানুষ্ঠান, আধ্যাত্মিক শিবির প্রভৃতির মাধ্যমে সুবর্ণজয়ন্তী (১৯৭৩—২০২৩) উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানে ৫৫০০ ভক্ত যোগদান করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, গুড়াপ, হুগলি : গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজী মহারাজের শুভ আবির্ভাবতিথিতে নতুন সংযোজিত অংশ-সহ শ্রীরামকৃষ্ণ-মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ। এই উপল‌ক্ষে বিশেষ পূজা, জনসভা, সাধুভাণ্ডারা প্রভৃতি অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোল : গত ১৮ মে ২০২৪ আশ্রমের শ্রীরামকৃষ্ণ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেইল, আই. এস. পি. এবং আরো কয়েকটি সংস্থার আর্থিক সহায়তায় পশ্চিম বর্ধমান জেলার ২৫টি বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ ১০০ ছাত্রছাত্রীকে ‘স্বামী বিবেকানন্দ পুরস্কার’ প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে ছিল ৩০০০ টাকা, একটি স্কুলব্যাগ, চারটি নোটবুক ও একটি শংসাপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী শুকদেবানন্দ, তাপস ব্যানার্জি, উমেন্দ্রপাল সিং, বিনোদ কুমার প্রমুখ বিশিষ্ট ব্যক্তি এবং ২৫০ জন ছাত্রছাত্রী, অভিভাবক ও শি‌ক্ষক। নতুন শাখাকেন্দ্র স্থাপন গত ফেব্রুয়ারি ২০২৪ অসমের খারুপেটিয়ায় ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমকে অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের একটি নতুন শাখাকেন্দ্রে পরিণত করা হয়েছে। কেন্দ্রটির ঠিকানা : Ramakrishna Mission, Kharupetia, Dist. Darrang, Assam 784115, Phone : 7635814500, 9477000099, email : kharupetia@rkmm.org গুজরাটের আদিপুরে ১৯৯১ সালে স্থাপিত শ্রীরামকৃষ্ণ সেবােকন্দ্রকে গত এপ্রিল ২০২৪-এ অধিগ্রহণ করে রামকৃষ্ণ মঠের একটি শাখাকেন্দ্রে পরিণত করা হয়েছে। কেন্দ্রটির ঠিকানা : Ramakrishna Math, Ward No. 2-A, Behind Divine Life Hospital, Adipur, Dist. Kutch, Gujrat 370205, Phone : 9664702317 and email : adipur@rkmm.org সম্মান প্রদান অরুণাচলপ্রদেশে উৎকৃষ্ট সেবাকাজের স্বীকৃতিস্বরূপ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in