গত ২৪ এপ্রিল ২০২৪ পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ এবং পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ ও
বিশেষ সংবাদ গত ২৪ এপ্রিল ২০২৪ পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ এবং পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ-পদে বৃত হয়েছেন। উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২ ফেব্রুয়ারি ২০২৪ বিশেষ পূজা, ভক্তিগীতি, যন্ত্রসংগীত প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালিত হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে বহু ভক্ত যোগদান করেন। বিকালের ধর্মসভায় সভাপতিত্ব করেন স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ। এদিন প্রায় ১০,৫০০ ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। গত ১ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তৎকালীন সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ বেলুড় মঠে ‘যোগানন্দ রিসেপ্সন সেন্টার’-এর উদ্বোধন করেন। ঐদিনই তিনি কলকাতার আলমবাজার মঠের পবিত্র প্রাঙ্গণে স্মৃতিভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাম্প্রতিককালে এই কেন্দ্রটি বেলুড় মঠের অধীনে এসেছে। গত ১২ মার্চ বিশেষ পূজা, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবতিথি উদ্যাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত বৈকালিক জনসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এদিন প্রায় ৩০,০০০ ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। ১৭ মার্চ রবিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা প্রভৃতির মাধ্যমে মহাসমারোহে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব মহোৎসব উদ্যাপিত হয়। সারাদিনে লক্ষাধিক মানুষ এই উৎসবে যোগদান করেন এবং প্রায় ৪৫,০০০ মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। গত ১৩ ও ১৪ মার্চ বিশেষ পূজা, সংগীতানুষ্ঠান, দুটি জনসভা প্রভৃতির মাধ্যমে ব্রহ্মানন্দ-মন্দিরের শতবর্ষপূর্তি উৎসব পালিত হয়। এই উপলক্ষে দুই দিনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন যথাক্রমে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ ও পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ। গত ১৫ মার্চ ২০২৪ বিশেষ পূজা, বৈদিক মন্ত্রোচ্চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে বিবেকানন্দ-মন্দির প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি উৎসব উদ্যাপিত হয়। বৈকালিক জনসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। শ্রীরামকৃষ্ণ-মন্দিরের বিপরীত দিকে অবস্থিত বেলুড় মঠের পূর্বতন প্রধান কার্যালয় ভবনের নামকরণ করা হয়েছে ‘স্বামী সুবোধানন্দ মেমোরিয়াল’। এই উপলক্ষে গত ১৬ মার্চ দুটি ফলকের আবরণ উন্মোচন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in