গত ৩ জানুয়ারি ২০২৪ বিশেষ পূজা, ভজন প্রভৃতির মাধ্যমে শ্রীমা

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ৩ জানুয়ারি ২০২৪ বিশেষ পূজা, ভজন প্রভৃতির মাধ্যমে শ্রীমা সারদাদেবীর ১৭১তম আবির্ভাবতিথি উদ্‌যাপিত হয়। হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। বিকালের ধর্মসভায় সভাপতিত্ব করেন স্বামী নিত্যমুক্তানন্দ। প্রায় ২৮ হাজার ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, ঝাড়গ্রাম : গত ১৩ ডিসেম্বর ২০২৩ একটি তোরণের উদ্বোধন ও কর্মী আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, গড়বেতা : গত ১৪ ডিসেম্বর ২০২৩ প্রাথমিক বিদ্যালয়ের (ইংরেজি মাধ্যম) নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বাঁকুড়া : গত ২৪ ডিসেম্বর ২০২৩ কালপাথর উপকেন্দ্রে স্বামী বিবেকানন্দের একটি মূর্তির আবরণ উন্মোচন করা হয়। রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২৫ ও ২৬ নভেম্বর ২০২৩ একটি সর্বভারতীয় যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। ৭৬৫ জন আবাসিক ও ৬২০ জন অনাবাসিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ, স্বামী সুবীরানন্দজী মহারাজ এবং কয়েকজন সন্ন্যাসী ও বিশিষ্ট বক্তা এই অনুষ্ঠানে ভাষণ প্রদান করেন। ২৭ ডিসেম্বর একটি অনুষ্ঠানে ভারত সরকারের আইন ও বিচার বিভাগের প্রতিমন্ত্রী (পূর্ণ দায়িত্বপ্রাপ্ত) এবং সংসদীয় ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী মাননীয় অর্জুন রাম মেঘওয়াল একটি পুস্তিকা ও ফার্স্ট ডে কভার-সহ পাঁচ টাকার স্মারক ডাকটিকিট এবং একটি ১২৫ টাকার মুদ্রা প্রকাশ করেন। ২৯ ও ৩০ ডিসেম্বর রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের একটি সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষত্রয় পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ ও পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ এবং অন্যান্য বরিষ্ঠ সন্ন্যাসী বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন। ৩৬টি ভাবপ্রচার পরিষদ ও ৯০০ সদস্য আশ্রমের মোট ১৫১২ জন প্রতিনিধি এবং ভাবপ্রচার পরিষদের অধ্যক্ষ ও সহাধ্যক্ষরূপে সেবারত ৯৮...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in