গত ২১—৩০ সেপ্টেম্বর ২০২৩ পশ্চিম ত্রিপুরার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বিবেকনগর : গত ২১—৩০ সেপ্টেম্বর ২০২৩ পশ্চিম ত্রিপুরার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। ১০০০ ছাত্র এই অনুষ্ঠানে যোগদান করে। উল্লেখ্য, ২১ নভেম্বর এই আশ্রমে শ্রীশ্রীজগদ্ধাত্রীপূজায় উপস্থিত থাকেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ‌ক্ষমতায়ন বিভাগের উপমন্ত্রী মাননীয়া প্রতিমা ভৌমিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। রামকৃষ্ণ মঠ (কথামৃত ভবন), কলকাতা : গত ২৮ অক্টোবর ২০২৩ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন। এই অনুষ্ঠানে ১৭৫ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ৬২৫ জন ভক্ত উপস্থিত ছিলেন। এই ভবনে রয়েছে একটি প্রার্থনাক‌ক্ষ, একটি মাল্টিপার্পাস হল, সাধুদের আবাসক‌ক্ষ প্রভৃতি। রামকৃষ্ণ মিশন, লামডাং : গত ২১ নভেম্বর ২০২৩ নবনির্মিত বালিকা শি‌ক্ষা বিভাগের উদ্বোধন করেন অরুণাচলপ্রদেশের উপমুখ্যমন্ত্রী মাননীয় চৌনা মেন এবং দেবী সরস্বতীর মূর্তির আবরণ উন্মোচন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচলপ্রদেশের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মাননীয় মামা নাতুং এবং জনস্বাস্থ্য, কারিগরি ও তথ্য-প্রযুক্তি বিভাগের মন্ত্রী মাননীয় ওয়াংকি লোয়াং, বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী, ছাত্রছাত্রী, কর্মী ও গ্রামবাসিবৃন্দ। রামকৃষ্ণ মিশন আশ্রম, পুরী : গত ২৪ নভেম্বর ২০২৩ ‘কর্মিভবন’-এর দ্বারোদ্ঘাটন করা হয়। এই ভবনে রয়েছে কর্মী ও অতিথিদের জন্য ক‌ক্ষ এবং কম্পিউটার প্রশি‌ক্ষণকেন্দ্র। পরিদর্শন রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম, চেন্নাই : গত ২০ অক্টোবর ২০২৩ ছাত্রাবাস পরিদর্শন করেন ফিনল্যান্ডের শি‌ক্ষামন্ত্রী মাননীয়া আন্না-মাজা হেনরিকসন। তাঁর সঙ্গে ছিলেন ভারতে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত মাননীয় কিমু লাডেভিথা, চেন্নাইতে অবস্থিত ফিনল্যান্ডের কনসুলেট অফিসের অনারারি কনসাল মাননীয় চিদাম্বরম ও অন্য ব্যক্তিগণ। রামকৃষ্ণ মিশন আশ্রম, নারায়ণপুর : গত ২১ অক্টোবর ২০২৩ ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মাননীয় মনসুখ এল. মাণ্ডব্য এই কেন্দ্র পরির্দশন করেন। ছাত্রকৃতিত্ব রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর : গত জুলাই ২০২৩ ব্লাইন্ড বয়েজ একাডেমির এক ছাত্র অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সর্বোচ্চ স্থান অধিকার করেছে এবং কলকাতার জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in