গত ১৭ ডিসেম্বর ২০২৩ বিকাল সাড়ে তিনটায় রামকৃষ্ণ মিশনের ১১৪তম বার্ষিক সাধারণ সভা বেলুড় মঠে অনুষ্ঠিত হয়।
১১৪তম বার্ষিক সাধারণ সভা গত ১৭ ডিসেম্বর ২০২৩ বিকাল সাড়ে তিনটায় রামকৃষ্ণ মিশনের ১১৪তম বার্ষিক সাধারণ সভা বেলুড় মঠে অনুষ্ঠিত হয়। এই সভায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ রামকৃষ্ণ মিশনের ২০২২-২৩ অর্থবর্ষের কার্যবিবরণী বিষয়ে মিশনের পরিচালন সমিতির প্রতিবেদন উপস্থাপন করেন। এই প্রতিবেদনের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ : (১) পুরস্কার ও সম্মান : (ক) উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের গান্ধি স্মারক সংগ্রহালয় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনকে তাদের সেবাকার্যের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধি স্মৃতি পুরস্কার’-এ ভূষিত করেছে।(খ) National Assessment and Accreditation Council (NAAC) পাঁচ বছরের জন্য রহড়ার বিবেকানন্দ সেন্টিনারী কলেজকে A++ গ্রেড এবং কোয়েম্বাতুর কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্স ও মারুতি কলেজ অব ফিজিক্যাল এডুকেশনকে A+ গ্রেড প্রদান করেছে।(গ) আমাদের চারটি ডিগ্রি কলেজ National Institutional Ranking Frame Work (NIRF), Ministry of Education, Government of India কর্তৃক ঘোষিত সর্বভারতীয় স্তরের ফলাফলে কৃতিত্বপূর্ণ স্থান লাভ করেছে : বিদ্যামন্দির (সারদাপীঠ, বেলুড়)—১৫তম স্থান, বিবেকানন্দ সেন্টিনারী কলেজ (রহড়া, কলকাতা)—৮ম স্থান, আবাসিক কলেজ (নরেন্দ্রপুর, কলকাতা)—১৯তম স্থান, আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ (কোয়েম্বাতুর)—৭১তম স্থান।(ঘ) ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)—ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফার্মিং সিস্টেম্স রিসার্চ, মোদিপুরম, মিরাট কর্তৃক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট—RKMVERI-এর অন্তর্গত নরেন্দ্রপুর (কলকাতা) অফ-ক্যাম্পাস সেন্টার All India Network Programme on Organic Farming বিষয়ে শ্রেষ্ঠ কেন্দ্রের সম্মান অধিকার করেছে।(ঙ) নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের একজন ছাত্র পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক (১২শ শ্রেণি) পরীক্ষায় রাজ্যের মধ্যে ১ম স্থান (৯৯.২%) অধিকার করেছে।(চ) ভারত সরকারের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় মালদহের রামকৃষ্ণ মিশন আশ্রমের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে জেলাভিত্তিক স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার প্রদান করেছে।(ছ) নরেন্দ্রপুরের ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি তাদের ব্রেইল প্রেসের জন্য Empowerment of persons with disabilities বিষয়ে রাজ্যস্তরের পুরস্কার লাভ করেছে।(জ) দেরাদুনের বিবেকানন্দ নেত্রালয় (চক্ষু হাসপাতাল) দুবছরের জন্য Entry level—Small Health Organisation Programme-এর অন্তর্গত NABH Certification অর্জন করেছে।(ঝ) মাইসুরু আশ্রমকে তাদের সেবাকার্যের স্বীকৃতিস্বরূপ রাজ্যস্তরের অমৃত...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in