গত ২৭ অগস্ট ২০২৩ কর্মরতা মহিলাদের জন্য একটি আবাসের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যালয়, চেন্নাই : গত ২৭ অগস্ট ২০২৩ কর্মরতা মহিলাদের জন্য একটি আবাসের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। জরাজীর্ণ হয়ে যাওয়ায় আবাসনটিকে ২০১৬ থেকে বন্ধ রাখা হয়েছিল। প্রয়োজনীয় সংস্কারের পর এটি পুনরায় চালু করা হয়েছে। রামকৃষ্ণ মিশন, কল্যাণী : কল্যাণী শ্রীশ্রীরামকৃষ্ণ সেবা সংঘকে অধিগ্রহণ করে সেখানে রামকৃষ্ণ মিশন যে শাখাকেন্দ্র স্থাপন করেছে, তার স্মরণে গত ১ অক্টোবর ২০২৩ একটি জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর : গত ১৫ অক্টোবর ২০২৩ সম্প্রসারিত শ্রীরামকৃষ্ণ-মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপল‌ক্ষে বিশেষ পূজা, জনসভা ও সাধুভাণ্ডারা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মঠ, বেলুড় : রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ বছর উদ্‌যাপনের অঙ্গ হিসাবে গত ১৪ অক্টোবর ২০২৩, শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথিতে নবনির্মিত তোরণের উদ্বোধন করেন পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। মিউজিয়ামের নিকটবর্তী পথে নির্মিত হয়েছে এই তোরণ। এইদিন পূজনীয় সহাধ্যক্ষগণের আবাসগৃহ ‘রামকৃষ্ণানন্দ ভবন’-এরও দ্বারোদ্ঘাটন করা হয়। এই দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের সহাধ্যক্ষদ্বয় পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ ও পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ, সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ এবং বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী। গত ২১—২৪ অক্টোবর ভাবগম্ভীর ও আনন্দময় পরিবেশে প্রতিমায় শ্রীশ্রীদুর্গাপূজা অনুষ্ঠিত হয়। নবমী ও দশমীর দিন সামান্য বৃষ্টিপাত ছাড়া আবহাওয়া সুন্দর ছিল। হাজার হাজার ভক্ত জগন্মাতার দর্শন ও আশীর্বাদলাভের উদ্দেশ্যে এই চারদিনের পূজানুষ্ঠানে যোগদান করেন। মহাষ্টমীতে প্রায় ৫৯ হাজার এবং চারদিনে প্রায় ১ ল‌ক্ষ ৪২ হাজার ভক্ত প্রসাদ পান। বিশ্বভ্রাতৃত্ব দিবস উদ্‌যাপন ১১ সেপ্টেম্বর ১৮৯৩ আমেরিকায় শিকাগো ধর্মমহাসভায় স্বামী বিবেকানন্দের ভাষণ স্মরণে আমাদের সংঘের কয়েকটি আশ্রমের (১১ সেপ্টেম্বর ২০২৩) অনুষ্ঠান নিম্নরূপ : রামকৃষ্ণ মঠ, বরানগর : ১৩৩ জনের উপস্থিতিতে একটি জনসভা; রামকৃষ্ণ মঠ, বাসবনগুড়ি, বেঙ্গালুরু : ৯ ও ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০০ ছাত্রছাত্রীর অংশগ্রহণ ও বিজয়ীদের পুরস্কার প্রদান; রামকৃষ্ণ মঠ, চেন্নাই : একটি জনসভায়...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in