রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ : গত ২ জুন ২০২৩ ভারতে বুলগেরিয়ার রাষ্ট্রদূত মাননীয়া এলিওনোরা দিমিত্রোভা,
পরিদর্শন রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ : গত ২ জুন ২০২৩ ভারতে বুলগেরিয়ার রাষ্ট্রদূত মাননীয়া এলিওনোরা দিমিত্রোভা, ৬ জুন কেরালার রাজ্যপাল মাননীয় আরিফ মহম্মদ খান এবং ১৬ জুন সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় বিশ্বনাথ সমাদ্দার বেলুড় মঠ পরিদর্শন করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, কামারপুকুর : গত ৪ জুন ২০২৩ বহুমুখী বিদ্যালয়ের সংযোজিত হীরকজয়ন্তী ভবনের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। ঐদিন বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক বিভাগ ও STEM Laboratary চালু করা হয়। এই উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দেন স্থানীয় সাংসদ ও বিধায়ক-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। নতুন শাখাকেন্দ্র স্থাপন গত মাসে শ্রীশ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, কল্যাণী অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের একটি শাখাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Mission, B-8, Civic Centre, P.O. Kalyani, Dist. Nadia, West Bengal, Pin 741235, Phone No. 9875536709, email : kalyani@rkmm.org। এই আশ্রমটি ১৯৭০ সালে স্থাপিত হয়েছিল। সেবাব্রত রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোল : গত ১৭ জুন ২০২৩ সেইল, আই.এস.পি. এবং আরো কয়েকটি সংস্থার আর্থিক সহায়তায় পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক-উত্তীর্ণ ১০০ ছাত্রছাত্রীকে ‘স্বামী বিবেকানন্দ পুরস্কার’ হিসােব ৩,০০০ টাকা, একটি স্কুলব্যাগ, ৪টি নোটবই ও একটি শংসাপত্র প্রদান করা হয়েছে। সম্মান প্রদান রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, রহড়া : বাংলা দূরদর্শন চ্যানেল এবিপি আনন্দ এই কেন্দ্রের বিবেকানন্দ সেন্টিনারি কলেজকে ‘শিক্ষা শ্রেষ্ঠ সম্মান’ পুরস্কারস্বরূপ গত ৮ জুন ২০২৩ একটি শংসাপত্র ও একটি স্মারক প্রদান করে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত NIRF-এর ঘোষণা অনুযায়ী ২০২৩-এ জাতীয় স্তরে যথাক্রমে রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ সেন্টিনারী কলেজ (রহড়া)—৮, বিদ্যামন্দির (সারদাপীঠ)—১৫, আবাসিক কলেজ (নরেন্দ্রপুর)—১৯ ও আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ (কোয়েম্বাতুর মিশন)—৭১ স্থান অধিকার করেছে। বহির্ভারত ব্রাজিলের রাজধানীতে ২০১১ সালে স্থাপিত সেন্ট্রো রামকৃষ্ণ বেদান্ত—ব্রাসিলিয়াকে সাও পাওলো আশ্রমের উপকেন্দ্রে পরিণত করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Centro Ramakrishna Vedanta—Brasilia, SRIA QI 9, Conjunto F, Casa 65-Guara I, Brasilia—DF, 71020-068, Brazil, Phone No. +55 (61) 99420-7762, email : vedantadf@gmail.com, Website : vedantabrasilia.org.br দেহত্যাগ স্বামী পরসুখানন্দ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in