রামকৃষ্ণ মঠ, কোচি : গত ১২—১৪ মে ২০২৩ শ্রীরামকৃষ্ণভাগবত পারায়ণম্, ভজন, নারায়ণসেবা, জনসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে প্ল্যাটিনাম জুবিলি উদ্যাপিত হয়।
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, কোচি : গত ১২—১৪ মে ২০২৩ শ্রীরামকৃষ্ণভাগবত পারায়ণম্, ভজন, নারায়ণসেবা, জনসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে প্ল্যাটিনাম জুবিলি উদ্যাপিত হয়। প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল মাননীয় আরিফ মহম্মদ খান। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ, ৫০ জন সন্ন্যাসী ও ২০০ জন ভক্ত এদিন উপস্থিত ছিলেন। এই উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজের ভাষণের ভিডিও প্রদর্শিত হয়। বিশেষ সংবাদ রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১৫ মে ২০২৩ মরিশাসের রাষ্ট্রপতি মাননীয় পৃথ্বীরাজসিং রুপুন বেলুড় মঠ পরিদর্শন করেন নতুন কেন্দ্র স্থাপন গত বছর (২০২২) দিল্লি কেন্দ্রের উপকেন্দ্ররূপে স্থাপিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউট অব ভ্যালুস, গুরুগ্রাম (গুরগাঁও)-কে বর্তমানে স্বয়ংসম্পূর্ণ শাখাকেন্দ্রে পরিণত করা হয়েছে। নতুন শাখাকেন্দ্র স্থাপন মুম্বাই আশ্রমের গ্রাম্য উন্নয়ন উপকেন্দ্র সাকওয়ারকে একটি স্বয়ংসম্পূর্ণ শাখাকেন্দ্রে পরিণত করা হয়েছে। গত ২৮ মে ২০২৩ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। বাসবনগুড়ি (বেঙ্গালুরু) আশ্রম গত কয়েক বছর যাবৎ ভেঙ্কটপুরা গ্রামে একটি গ্রাম্য উন্নয়ন কেন্দ্র পরিচালনা করছে। বর্তমানে এই কেন্দ্রটিকে রামকৃষ্ণ মঠের একটি স্বয়ংসম্পূর্ণ শাখাকেন্দ্রে উন্নীত করা হয়েছে। সেবাব্রতচিকিৎসাশিবির তাঞ্জাভুর কেন্দ্র ৪ মার্চ ২০২৩ স্নায়বিক ও অন্যান্য কারণে দুর্বল বালক-বালিকাদের পিতামাতাগণের জন্য সচেতনতা শিবির, ৫ মার্চ নবদ্বীপ কেন্দ্র ৬০ জন রক্তদাতার উপস্থিতিতে রক্তদান শিবির এবং হাটমুনিগুড়া কেন্দ্র গত ২৪ মার্চ বিশ্ব যক্ষাদিবসে যক্ষা সচেতনতা শিবিরের আয়োজন করে। দেহত্যাগ স্বামী জনেশ্বরানন্দ (হরিপদ মহারাজ) গত ২৬ মার্চ ২০২৩ দুপুর ২টা ৫ মিনিটে বারাণসী সেবাশ্রমের হাসপাতালে দেহত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। ৫ বছর আগে তাঁর গলব্লাডারে ক্যানসার ধরা পড়ে। মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য। ২০০৪ সালে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে তিনি যোগদান করেন এবং ২০১৪ সালে নিজগুরুর কাছ থেকে সন্ন্যাসলাভ করেন। তিনি বেলঘরিয়া, ভুবনেশ্বর, কামারপুকুর ও নরেন্দ্রপুর কেন্দ্রে সেবাকাজ করেছেন। শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বুঝে গত জুলাই মাসে তিনি বারাণসী সেবাশ্রমে গমন করেন। তপস্বী স্বভাবের মহারাজজী ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর করে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in