প্রাচীন ঐতিহ্যমণ্ডিত বন্দর-শহর ঘাটাল। ১৯০৯ সালে ভয়াবহ বন্যার পর ‘শিবজ্ঞানে জীবসেবা’র লক্ষ্যে
সাঁকোপ্রকাশক :ঘাটাল শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমঘাটাল, পশ্চিম মেদিনীপুর-৭২১২১২১০০.০০ প্রাচীন ঐতিহ্যমণ্ডিত বন্দর-শহর ঘাটাল। ১৯০৯ সালে ভয়াবহ বন্যার পর ‘শিবজ্ঞানে জীবসেবা’র লক্ষ্যে কয়েকজন হৃদয়বান মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছিল ‘ঘাটাল শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম’। শতাব্দীপ্রাচীন এই প্রতিষ্ঠানটির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ইতিহাস নিয়ে রচিত হয়েছে বর্তমান গ্রন্থটি। এতে যেমন রয়েছে আঞ্চলিক ইতিহাস ও পরম্পরা, ভৌগোলিক অবস্থা, তেমনি রয়েছে এখানে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের পদধূলিধন্য স্থান, ধর্মীয় পটভূমি, রামকৃষ্ণ মিশনের সেবাযজ্ঞ, মন্দিরনির্মাণ, বেলুড় মঠের কাছে অধিগ্রহণের আবেদন প্রভৃতিও। এখানে এসেছেন স্বামী ঈশানানন্দ, স্বামী আদিনাথানন্দ, স্বামী গহনানন্দ, স্বামী শিবময়ানন্দ প্রমুখ। এই সেবাশ্রমের পক্ষ থেকে যে দীর্ঘকাল যাবৎ সেবাযজ্ঞ চলেছে তা জানা যায় এই গ্রন্থ পাঠে। সাঁকো নামকরণের মাধ্যমে অতীত আর বর্তমানের মাঝখানে প্রকৃতই সেতুবন্ধ রচনা করেছে এই দীর্ঘ ইতিকথাটি।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in