সুন্দরবনের একটি উপেক্ষিত দ্বীপ রাক্ষসখালি। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার
সুন্দরবনের একটি উপেক্ষিত দ্বীপ রাক্ষসখালি। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই দ্বীপটি চারটি মৌজা—ব্রজবল্লভপুর, ক্ষেত্রমোহনপুর, গোবিন্দপুর আবাদ ও রাক্ষসখালি নিয়ে গঠিত। রাক্ষসখালি দ্বীপটির উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে পাথরপ্রতিমা ব্লকের মূল ভূখণ্ড ও ভগবৎপুর কুমীর প্রকল্প, পূর্বে G-প্লট অঞ্চল এবং দক্ষিণে বঙ্গোপসাগর। ব্রিটিশ শাসনকালে এই দ্বীপটির নামকরণ হয়েছিল ‘F-প্লট’। সেই ইতিহাস অনেক প্রাচীন, সুন্দরবনও অতি প্রাচীন। এখানকার শাসনব্যবস্থা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ৯৬৩০ বর্গ কিলোমিটার এলাকাবিশিষ্ট সমগ্র সুন্দরবন ১৯৪৭ সালের দেশভাগের মধ্য দিয়ে ভারতবর্ষ ও বর্তমান বাংলাদেশের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে যায়। বিশ্ব-ঐতিহ্যবাহী এই ভারতীয় সুন্দরবন পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে ভেসে রয়েছে সেই অতীত থেকে। ১৫৮২ সালে টোডরমলের যে রাজস্ব তালিকা প্রণীত হয়—সেই তালিকার পুনর্বিন্যাস করে ১৬৫৮ সালে সুলতান সুজা নতুন সরকার পত্তন করে সুন্দরবনকে তার অন্তর্ভুক্ত করেন। ১৭৫৭ সালে সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করার পর ১৭৬৪ সালে সর্বপ্রথম সুন্দরবনের সীমানা চিহ্নিত করা হয়। সুন্দরবনের সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল ১৭৭০ সালে চব্বিশ পরগনার কোম্পানি-নিযুক্ত কালেক্টর জেনারেল ক্লড রাসেলের হাত ধরে। যশোরের তৎকালীন জেলাশাসক এবং ম্যাজিস্ট্রেট টিলম্যান হেঙ্কেল ১৭৮৩ সালে বড়লাট ওয়ারেন হেস্টিংসের কাছ থেকে সুন্দরবনের কিছু এলাকার জঙ্গল সংস্কার করার অধ্যাদেশ লাভ করেন। সেই থেকেই সুন্দরবনের বিশাল এলাকায় সংস্কারের কাজ চলতে থাকে। ১৭৮৪ সাল নাগাদ ম্যাজিস্ট্রেট টিলম্যান হেঙ্কেলের সময় সুন্দরবন জমিদারদের হস্তচ্যুত হয়ে জাতীয় সম্পদে পরিণত হয়। সুন্দরবনে জরিপের কাজ হয়েছে অনেকবার। ১৮১১ থেকে ১৮১৪ সালের মধ্যে মরিসন সমগ্র সুন্দরবন এলাকার জরিপের কাজ শুরু করেন, তাঁর ভাই হিউ মরিসন জরিপের কাজ শেষ করেন। তখন সুন্দরবনের আংশিক মানচিত্র তৈরি হয়। ১৮২৮ থেকে ১৮৩২ সালের মধ্যে পুনরায় সুন্দরবন জরিপের কাজ হয় ড্যাম্পিয়ার ও হজেস সাহেবের তত্ত্বাবধানে। হজেস সমগ্র সুন্দরবন পরিভ্রমণ করেন এই অঞ্চলকে ২৩৬টি লটে বিভক্ত করে তিনি একটি সম্পূর্ণ মানচিত্র তৈরি করেন। এই...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in