বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের সঙ্গে যিনি প্রথম সংযোগ স্থাপন করেছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির প্রাণের আবেগ, মনের আনন্দ আর আত্মবিস্তারের নিঃসীম সীমানা হলেন তিনি। তাঁকে যতই খোঁজা হোক, তিনি থেকে যাবেন অচেনা। আসলে এক জীবনে অনেক জীবনকে খুঁজে পাওয়ার যে-সাধনা তিনি করেছিলেন তাতে সফল হয়েছেন বারবার। তাই তাঁকে জানার অনুসন্ধান আমাদের কোনোদিনই পূর্ণ হবে না। নতুন নতুন আঙ্গিকে তাঁর খোঁজ হয়েছে এবং আগামী দিনেও হবে। নান্দনিক গোষ্ঠীর রবীন্দ্রচর্চার পত্রিকা রবীন্দ্র ভুবন-এর দ্বিতীয় সংখ্যা দেখে সেই আশার সঞ্চার হলো। ব্যতিক্রমী চর্চার আঙ্গিক নিয়ে লিটিল ম্যাগাজিনের বিবর্তনে রবীন্দ্রনাথ প্রত্যেক পত্রিকার কোনো না কোনো সংখ্যায় স্বল্প বা বিস্তৃত পরিসরে আলোচিত হয়েছেন বারবার, কিন্তু কেবলমাত্র তাঁকে নিয়ে একটি পত্রিকার যাপন অবশ্যই ব্যতিক্রমী। বাৎসরিক পত্রিকাচর্চায় রবীন্দ্র-যাপন এভাবে চলতে থাকুক। আমরা এই ভুবনের স্থায়িত্ব কামনা করি।
সম্পা : গৌতম মুখোপাধ্যায়
সঞ্জয় ভদ্র, নান্দনিক
টেমার লেন, কল-৯
২০০.০০