প্রশান্তকুমার পালের রবিজীবনীর নবম খণ্ডটির (যা লেখকের জীবনকালের সর্বশেষ
প্রশান্তকুমার পালের রবিজীবনীর নবম খণ্ডটির (যা লেখকের জীবনকালের সর্বশেষ খণ্ডও বটে) প্রকাশের প্রায় দু-দশক পরে ২০২২ সালে বিজন ঘোষালের রবিজীবন গ্রন্থমালার প্রথম খণ্ডটি [রবিজীবন ১৩৩৩-১৩৩৪] প্রকাশিত হয়। এই বইটির প্রকাশের মধ্য দিয়ে প্রশান্তবাবুর অসম্পূর্ণ রবিজীবনী গ্রন্থমালায় আলোচিত কালপর্বের পরবর্তী রবীন্দ্রজীবনের অবশিষ্ট বছরগুলির ইতিহাস রচনার বহু প্রতীক্ষিত কাজটির সূচনা হয়েছিল। তখন রবীন্দ্রচর্চায় আগ্রহী পাঠকমহলে যে অভূতপূর্ব প্রত্যাশার সঞ্চার হয়েছিল তাকে অব্যাহত রেখে তিনি তাঁর এই গ্রন্থমালার এক-একটি খণ্ড পাঠকদের উপহার দিয়ে চলেছেন। রবীন্দ্রনাথের জীবনের দিনানুক্রমিক ঘটনাবলির অনুপুঙ্খ বিবরণের উপস্থাপনায় এই গ্রন্থটির বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে গবেষক ও সন্ধানী পাঠকেরা ইতিমধ্যেই অনেকটা অবহিত হয়েছেন। বর্তমান পরিসরে আমরা এই গ্রন্থমালার সর্বশেষ প্রকাশিত দুটি খণ্ড (অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) সম্পর্কে কিছুটা আলোকপাতের প্রয়াস পাব। রবিজীবন : দ্বিতীয় খণ্ড রবিজীবন (১৩৩৫-১৩৩৬)বিজন ঘোষালপ্রকাশক : সুধাংশুশেখর দেদে’জ পাবলিশিং১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭৩৫৯৯.০০ ১৩৩৫-৩৬ বঙ্গাব্দের (অর্থাৎ ১৯২৮—১৯৩০ সাল) ঘটনাগুলির বিবরণ নিয়ে রবিজীবন-এর দ্বিতীয় খণ্ডটি নির্মিত হয়েছে। এই খণ্ডটির আলোচ্য প্রধান কিছু ঘটনার মধ্যে কলকাতা ও শান্তিনিকেতনে অতিবাহিত দিনগুলির ঘটনাবলি ছাড়া দেশ-বিদেশের নানা স্থানে রবীন্দ্রনাথের ভ্রমণগুলি (মাদ্রাজ, ব্যাঙ্গালোর, বরোদা থেকে শুরু করে সিংহল, কানাডা, ভাঙ্কুভার, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ইত্যাদি) উল্লেখযোগ্য। গ্রন্থটিতে রবীন্দ্রজীবনের বিস্তারিত তথ্য সংকলনের কয়েকটি বৈশিষ্ট্য হলো—বছরের প্রতিটি মাসের প্রতিটি দিনের ঘটনাগুলির কালানুক্রমিক বিন্যাস ও সমসাময়িক চিঠিপত্র ও দেশি-বিদেশি খবরকাগজের বিবরণের সহায়তায় সেগুলির যাথার্থ্য নির্ধারণ, সাময়িকপত্রে প্রকাশিত তাঁর প্রতিটি রচনার বিশদ বিবরণ, মঞ্চস্থ নাটক ইত্যাদির বিজ্ঞাপনের উল্লেখ ও উপস্থাপনা, বিতর্কিত বিভিন্ন প্রশ্নের মীমাংসার প্রয়োজনে রবীন্দ্ররচনার পাণ্ডুলিপির ছবির ব্যবহার ইত্যাদি। লেখকের নাছোড় অধ্যবসায় ও তথ্যনিষ্ঠার তাগিদে তিনি আলোচ্য দুই বছরের এক-একটি দিনে লেখা রবীন্দ্রনাথের প্রতিটি চিঠির উল্লেখ করেই ক্ষান্ত হননি, সেই চিঠির বিষয়বস্তুর যথাসাধ্য সংক্ষিপ্ত বিবরণও উপস্থিত করেছেন! এমন শ্রমসাধ্য ও বিস্তারিত গবেষণা আমাদের দেশে আর কোনো জীবনীগ্রন্থে হয়েছে কি না আমাদের জানা নেই। পাঠকের তথ্যানুসন্ধানকে সহজসাধ্য করার জন্য প্রশান্তকুমার পালের রবিজীবনীর বিভিন্ন খণ্ড, এমনকী রবিজীবন প্রথম খণ্ডটির তুলনায়ও অনেক...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in