বুঝি পরম্পরা, জড়িয়ে জড়িয়ে লতা
অদূরে যদিও বৃক্ষের উত্থান, স্তম্ভিত ভাবনার চারপাশে
ফুল-পাতার সমর্থনে কাঙ্ক্ষিত চৈত্র মাস

বুঝি পরম্পরা, জড়িয়ে জড়িয়ে লতাঅদূরে যদিও বৃক্ষের উত্থান, স্তম্ভিত ভাবনার চারপাশেফুল-পাতার সমর্থনে কাঙ্ক্ষিত চৈত্র মাস কোথাও কোথাও ঠিক আমাদের আয়ু ও অধিকার-সহ আমাদেরইখেলনাপাতি নিয়ে খেলছে কেউ কেউ আর হো-হো রবে ভরাচ্ছে ক্রমে ক্রমেএকটি আস্ত আকাশ কখনও যে সেখানে বসিনি কিংবা দাঁড়াইনি এমন নয়,একথাও মিথ্যে যে, হাতে হাত রেখে অসাবধানেও বলিনি তাদের,তবে তুলে নাও এই জন্ম এবং দাউদাউ আগুন ও অঙ্গীকারে— যেহেতু মৃতপ্রায় পতাকা আর আমাদের নয়যেহেতু তোমার নামে কোনো পান্থশালা নির্মিত হয়নিযেহেতু আগন্তুক প্রেমিকার অঞ্জলিতে উজাড় করিনি ইহকালযেহেতু অনুসরণ কারো কাছে শব্দের অতিরিক্ত হয়ে ওঠেনিযেহেতু কাদামাটির তালগোলে মোছেনি সৃষ্টির প্রকৃত বিভা, বৃষ্টির বিভঙ্গে ছড়াও সমস্তএই নেশাঘোর রোদরাত্রি, নৃত্যের অনুরাগে যত হিরণ্ময় নতজানু…

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in