নিজের কথা নিজেই বলি নিজের কাছে একা।
বলতে বলতে সাত সমুদ্দুর তেরো নদীর দেখা।।
নিজের কথা বলতে গিয়ে সব কিছু কী পারি!
একটা সময় ক্লান্ত হয়ে নিজের কাছে হারি!!
কী আর এমন বলার আছে একান্তে মন মিলে।
মারার মধ্যে আনন্দ খুব দুই পাখি এক ঢিলে।।
কথার পিঠে কূটকচালি স্বপ্নে রঙিন খেলা।
ন্যুব্জ তবু শিরদাঁড়া তার পাল তোলা সেই ভেলা।।
কত কথাই ভাবছি এবং বলছি কানে কানে।
সব কথা তো সুরেলা নয় তাই ফোটে না গানে।।
কিন্তু তবু নিজের কথা নিজেই বলি আমি।
একটা বোধের দূর পাহাড়ে চুপচাপাটি থাকি।।