যত মেঘ করে আসে তত ভাবি মেঘের আড়ালে
হয়তো এখনো কিছু অন্বিষ্ট যা রয়ে গেছে সারাদিন ধরে
অপেক্ষায় থাকি মেঘ সরে যায় যদি
যত মেঘ করে আসে তত ভাবি মেঘের আড়ালেহয়তো এখনো কিছু অন্বিষ্ট যা রয়ে গেছে সারাদিন ধরেঅপেক্ষায় থাকি মেঘ সরে যায় যদিউদ্ভাসিত হবে যা যা সতত চেয়েছি নিরবধি যা আমি চেয়েছি পেতে জ্ঞানের উন্মেষ থেকেপ্রজ্ঞা আর আলোআশায় আশায় তার অযথার্থ কত জন্মতবু যে পেরোলপ্রতি জন্মে ভাবি বুঝি এইবার পাব দেখা সরবে আড়ালআরো মেঘ করে আসে সঙ্গে বিদ্যুৎ বজ্র হাসে মহাকাল মেঘের আড়ালে তাই কী আছে তা কোনোদিনও হয়নিকো জানাএত জন্ম পার করে যেমন জানিনি আজো কোথায় মোহনাসামান্য আলোক রেখা দূর থেকে দেখি একভাবে যেনহয়ে আছে স্থিরমেঘের আড়ালে মেঘ অকারণে ভেসে চলে দূরত্ব বাড়িয়ে পৃথিবীর
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in