১৫৮৬ সালের মাঝামাঝি কোনো সময়ে ফতেপুর সিক্রির কিতাবখানার দারোগা, সম্রাট আকবরের

১৫৮৬ সালের মাঝামাঝি কোনো সময়ে ফতেপুর সিক্রির কিতাবখানার দারোগা, সম্রাট আকবরের হাতে চার খণ্ডে সম্পূর্ণ রজ্ম্‌নামার পুঁথি পেশ করলেন৷ শুধু মুঘল ইতিহাসে নয়, ভারতবর্ষের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা৷ রজমনামা হলো ফারসি ভাষায় অনূদিত হিন্দুধর্মগ্রন্থ মহাভারত, যার নামকরণ করেন স্বয়ং আকবর৷ এই চার খণ্ডের পুঁথিতে শুধু মহাভারত নয়, হরিবংশ-এর ফারসি অনুবাদও অন্তর্ভুক্ত হয়েছে৷ মুঘলরা এদেশের মানুষ নন৷ সুদূর মধ্য এশিয়ার ফরঘানা উপত্যকা থেকে তাঁরা এদেশে এসেছেন৷ ছোট্ট রাজ্য ফরঘানা থেকে বিতাড়িত হয়ে সেখানকার শাসক জহীরুদ্দীন মোহম্মদ বাবুর অনেক দেশ ঘুরে, অনেক কষ্ট সহ্য করে, অনেক উত্থান-পতনের পর কাবুলে আশ্রয় পান৷ তখন তাঁর নজর পড়ে শস্যশ্যামলা সমৃদ্ধশালী ভারতবর্ষের ওপর৷ তিনি বুঝেছিলেন ফরঘানা নয়, সমরকন্দ নয়, কুন্দুজ, হেরাত বা কাবুলও নয়, একমাত্র হিন্দুস্থানেই তিনি স্থায়িভাবে নিরুপদ্রবে রাজত্ব করতে পারবেন৷ দীর্ঘকালের প্রতীক্ষা ও প্রচেষ্টার পর তিনি ১৫২৫ সালে দিল্লি ও আগ্রা অভিযানে জয়ী হয়ে মুঘল রাজবংশের প্রতিষ্ঠা করেন৷ তখন থেকে তাঁদের স্থায়ী ঠিকানা হিন্দুস্থান৷ তাঁদের ধর্ম ইসলাম, মাতৃভাষা ‘চাঘাতাই’ তুরকি। তাঁদের আইনকানুন, খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ, চালচলন সবই আলাদা, তবুও তাঁরা মাত্র কয়েক দশকের মধ্যে এদেশের মানুষ হয়ে গেলেন৷ বাবুরের পৌত্র আকবরের জন্ম সিন্ধুপ্রদেশের অমরকোটে৷ বাল্যকাল ও কৈশোর কেটেছে কান্দাহারে, কাবুলে৷ পিতা হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর মাত্র চোদ্দো বছর বয়সে তিনি যখন সিংহাসনে আরোহণ করলেন তখন এদেশের সবকিছুই তাঁর কাছে নতুন, অপরিচিত৷ পরের চার বছর পিতার বিশ্বস্ত অনুচর বৈরাম খানের অভিভাবকত্বে সিংহাসন অনেকটা কণ্টকমুক্ত হওয়ার পর তিনি নিজের সাহস, শক্তি ও দূরদর্শিতার ফলে এদেশে এক নতুন ধরনের শাসনপ্রণালীর প্রচলন করলেন৷ শক্তিশালী রাজপুত শাসকদের সঙ্গে যুদ্ধবিগ্রহে জড়িয়ে না পড়ে, বৈবাহিক সম্পর্ক স্থাপন করে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করলেন। তাঁদের অনেককে দরবারের উঁচুপদে, যুদ্ধের সেনাপতি বা প্রদেশের শাসনকর্তা নিয়োগ করে এক বিস্তীর্ণ ও শক্তিশালী সাম্রাজ্যের অধীশ্বর হয়ে উঠলেন৷ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ভ্রমণের সময় বা জেনানা মহলে ভিন্নধর্মী মানুষের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসে হিন্দুধর্মের আচার-আচরণ, সংস্কার, উৎসব সম্বন্ধে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in