খ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়৷ পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ও মাতা নীরদা দেবীর অষ্টম সন্তান

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়৷ পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ও মাতা নীরদা দেবীর অষ্টম সন্তান মানিক ১৯০৮ সালের ১৯ মে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে জন্মগ্রহণ করেন৷ দুটি বিশ্বযুদ্ধের সমকালে পৃথিবীজুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথাসাহিত্যে যে কয়েকজন লেখকের মাধ্যমে সাহিত্যজগতে এক নতুন বৈপ্লবিক ধারা সূচিত হয়েছিল, মানিক বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম৷ মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরের অন্তর্গত মালপদিয়া গ্রামে ছিল৷ বিক্রমপুর অঞ্চলের গাউদিয়া গ্রামে ছিল তাঁর মামার বাড়ি৷ পরবর্তিকালে সেই গাউদিয়া গ্রামের পটভূমিতে রচিত হয়েছিল কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’৷ পিতার বদলির চাকরিসূত্রে শৈশব, কৈশোর ও প্রাক-যৌবনে মানিক অখণ্ড বাংলা, বিহার ও ওড়িশার বিভিন্ন শহরে অতিবাহিত করেছেন—যা বিভিন্ন জীবনযাত্রার প্রণালী, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্রের সঙ্গে তাঁকে পরিচিত করে দিয়েছিল৷ মানিক বন্দ্যোপাধ্যায় ১৯২৬ সালে মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং ১৯২৮ সালে বাঁকুড়া ওয়েসলিও মিশন কলেজ থেকে আই.এস.সি. পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন৷ এরপর কলকাতা প্রেসিডেন্সি কলেজে গণিতে অনার্স নিয়ে ভর্তি হন, কিন্তু সাহিত্যচর্চায় বিশেষ মনোনিবেশের ফলে প্রথাগত পড়াশোনায় ইতি ঘটে৷ ফলে সাহিত্যরচনাকে তিনি তাঁর মূল পেশা হিসাবে গ্রহণ করেন৷ সাহিত্যচর্চার অঙ্গনে তাঁর প্রবেশ পরিকল্পনামাফিক ছিল না, তবে আকস্মিকভাবে প্রথম গল্প রচনার আগেই মাত্র ষোলো বছর বয়সে কবিতা লিখে সাহিত্যচর্চা শুরু করেন৷ প্রেসিডেন্সি কলেজের ক্যান্টিনে একদিন আড্ডা দেওয়ার সময় হঠাৎ এক বন্ধুর সঙ্গে মানিক বাজি ধরেন যে, তিনি তাঁর গল্প বিচিত্রা পত্রিকায় ছাপাবেন৷ সেকালে কলকাতা শহরে বিচিত্রা অত্যন্ত বিখ্যাত সাহিত্য-পত্রিকা হিসাবে স্বীকৃত ছিল এবং সেই পত্রিকায় একমাত্র সমকালীন প্রখ্যাত লেখকরা লিখতেন৷ পত্রিকার সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের কাছে তিনি তাঁর লেখা একটি গল্প পাঠিয়ে দিলেন৷ চার মাস পরে বিচিত্রা পত্রিকায় সেই গল্প ছাপা হলো৷ মানিকের সেই গল্পটির নাম ‘অতসী মামী’৷ গল্পটি আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে পাঠকপ্রিয়তা অর্জন করে৷ বাংলা সাহিত্যের অভিযাত্রায় গল্পটি আজও একটি মাইলফলক হিসাবে গৃহীত হয়ে থাকে৷ যেহেতু গল্পটি পত্রিকা দপ্তরে পাঠানোর সময় তিনি মানিক বন্দ্যোপাধ্যায়...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in