মানুষের মন অতল গভীর, জিজ্ঞাসা-জর্জর—
কোথা পাবে সব উত্তর তার খুঁজে ফিরে অহরহ,
কোথা গিয়ে প্রাণ জুড়াবে নিভৃতে, পাবে প্রেম-নির্ঝর—
সে বাতাস কোথা, যার তীরবেগে কেটে যাবে সব মোহ!
দেবস্বরূপ অনুভবে মন কোথায় ধন্য হবে—

মানুষের মন অতল গভীর, জিজ্ঞাসা-জর্জর—কোথা পাবে সব উত্তর তার খুঁজে ফিরে অহরহ,কোথা গিয়ে প্রাণ জুড়াবে নিভৃতে, পাবে প্রেম-নির্ঝর—সে বাতাস কোথা, যার তীরবেগে কেটে যাবে সব মোহ!দেবস্বরূপ অনুভবে মন কোথায় ধন্য হবে—প্রেমপ্রবাহে ভেসে যাবে যত ক্লেদ কলুষ জমা,আত্মপ্রভার সন্ধানে তার সাধনার শুরু কবে—কোন সে দিব্য আলোকছটায় কেটে যাবে মন-অমা;শিবস্বরূপ নীলকণ্ঠ অগ্নিকুমার প্রেমীএলেন ধরায় বিশ্বপ্রাণের প্রত্যয় সবে দিতে—মাতৃ-আশিসে প্রেমের দ্যুতিতে সেই অন্তর্যামীশুভ-চেতনার উদ্বোধনের মন্ত্র জাগান চিতে।জাতিধর্মের বেড়া ভেঙে দিয়ে নিষ্কাম প্রেমঘাতেমানুষের মাঝে মান হুঁশ বোধ জাগাতে নিরন্তর—চিৎ শক্তির প্রকাশ ঘটায়ে শব্দ-প্রেরণা খাতে,বিশ্বাস আর প্রেমবিস্তারে ভরে দেন অন্তর।শতকের সীমা পার হয়ে চলে ত্যাগ-সেবা-প্রেমরথ—দুর্বার গতি, অন্তর্মুখ দেবতা উন্মোচনে,মানস-ঋদ্ধি, আত্মোন্নতি বিস্তারে ভরে পথ—‘একশো পঁচিশ’ ভাস্বর হোক মানব-উদ্বোধনে।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in