বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এখনো পর্যন্ত সারা পৃথিবী জুড়ে প্লাস্টিকের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এখনো পর্যন্ত সারা পৃথিবী জুড়ে প্লাস্টিকের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে মোট প্লাস্টিকের উৎপাদন হয় ৩৮১ মেট্রিক টন। আজ পর্যন্ত প্রায় ৮.৫ বিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক তৈরি হয়েছে, যার মধ্যে প্রায় ৬.৫ বিলিয়ন মেট্রিক টন তৈরি হয়েছে ১৯৫০ সাল থেকে এখনো অবধি। এর মধ্যে ৯% প্লাস্টিক পুনর্ব্যবহার করা হয়েছে, ১২% চুল্লিতে পুড়িয়ে ফেলা হয়েছে, আর ৭৯% প্লাস্টিক সরাসরি পরিবেশে নিক্ষেপ করা হয়েছে বা ‘ডাম্প’ করা হয়েছে। প্রাকৃতিক উপায়ে প্লাস্টিক ভাঙতে ৫ থেকে প্রায় ১২০০ বছর অবধি সময় লাগে। প্লাস্টিক ভাঙলে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি হয়, যা জীবজগতের পক্ষে খুবই ক্ষতিকারক। পরিবেশে প্রাপ্ত প্লাস্টিককে আকার ও আয়তনের ওপর ভিত্তি করে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয়—মেগাপ্লাস্টিক (৫০ সেন্টিমিটারের চেয়ে বড়), ম্যাক্রোপ্লাস্টিক (৫—৫০ সেন্টিমিটার), মেসোপ্লাস্টিক (৫ মিলিমিটার থেকে ৫ সেন্টিমিটার), মাইক্রোপ্লাস্টিক (১ মাইক্রোমিটার থেকে ৫ মিলিমিটার) এবং ন্যানো প্লাস্টিক (১ মাইক্রোমিটারের চেয়ে ছোট)। আকৃতিতে সূক্ষ্ম প্লাস্টিক-কণা অনেক বেশি ক্ষতিকর, কারণ তা বেশিদিন পরিবেশে স্থায়ী হওয়ায় জীবদেহে সঞ্চিত হতে পারে। আবহাওয়ার ক্ষয়িভবনের বিভিন্ন প্রক্রিয়ায় এবং উচ্চ তাপমাত্রায় বড় আকৃতির প্লাস্টিক ভেঙে গিয়ে সূক্ষ্ম কণা বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে মাটি, নদী, জলাশয়, সমুদ্র, হিমবাহ, পর্বত, ভূগর্ভস্থ জল, এমনকী বায়ুমণ্ডলে এবং বৃষ্টির জলেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখা গেছে। ঋতু, বৃষ্টিপাত, তাপমাত্রা, জলপ্রবাহের গতি প্রভৃতি বিষয়ের পার্থক্যে নদীর জলে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণের তারতম্য ঘটে। নদীর জল থেকে খাদ্যগ্রহণের সময় জলজ প্রাণীদের শরীরে মাইক্রোপ্লাস্টিক জমা হয়। উদাহরণস্বরূপ, উত্তরাখণ্ডে গঙ্গার জলে যেমন মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তেমনি গঙ্গা থেকে সংগ্রহ করা মাছের শরীরেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখা গেছে। মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য উৎসগুলো হলো নদীর দুপাশে বয়নশিল্পের কারখানা, গৃহস্থালির বর্জ্য জল, আশপাশের আবর্জনাভূমি প্রভৃতি। গবেষকদের মতে, গঙ্গা নদীতে প্রাপ্ত মাইক্রোপ্লাস্টিকের প্রধান ধরনগুলো হলো—রেয়ন, এক্রিলিক, পলিয়েস্টার ও নাইলন। রেয়ন ও এক্রিলিক মাইক্রোপ্লাস্টিক উৎপন্ন হয় কাপড়-জাতীয় পদার্থ থেকে। ভারত ও বাংলাদেশের নদীগুলি প্রতিবছর বঙ্গোপসাগরে সম্মিলিতভাবে প্রায় ৪ মিলিয়ন...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in