হুগলি জেলার পাণ্ডুয়ার কাছে পোলবা অঞ্চলের মহানাদে ব্রহ্মময়ী কালীমন্দির স্থাপিত হয়েছিল ১৮৩০ সালে। প্রতিষ্ঠা করেন
হুগলি জেলার পাণ্ডুয়ার কাছে পোলবা অঞ্চলের মহানাদে ব্রহ্মময়ী কালীমন্দির স্থাপিত হয়েছিল ১৮৩০ সালে। প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী। দক্ষিণা কালীমাতার এই নবরত্ন মন্দিরটি সুপ্রাচীন হলেও প্রচারের আলোকে সেভাবে আসেনি। পল্লিগ্রামের ছায়ানিবিড় শান্ত স্থানে এই মন্দিরটি ভক্তদের আকর্ষণ করে ও ভক্তিভােব উদ্বুদ্ধ করে। বিপুল অর্থব্যয়ে এই সুবিশাল মন্দিরটি নির্মিত হয়েছিল। দশমহাবিদ্যার টেরাকোটার মূর্তিগুলি বহু পরিশ্রমে মন্দিরগাত্রে খোদিত হয়েছিল। পরবর্তিকালে ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতি হয়। বহু কষ্টে পুনর্নির্মাণ করা গেলেও ঐ টেরাকোটার কাজগুলি আর নির্মাণ করা সম্ভব হয়নি। পঞ্চমুণ্ডির বেদিতে কষ্টিপাথরে নির্মিত দেবীমূর্তি বিশেষ ভক্তি ও শ্রদ্ধার সৃষ্টি করে। চারপাশে চারটি শিবলিঙ্গ। ওপরে শ্বেত শিবলিঙ্গ। প্রথমে শিবলিঙ্গগুলির, পরে মা কালীর নিত্য সেবা ও পূজা হয়ে থাকে। মন্দিরের প্রতিষ্ঠাদিবস রটন্তী কালীপূজার দিন দূরদূরান্ত থেকে ভক্তেরা আসে ও প্রসাদ বিতরণ হয়। দুদিনের জন্য মেলা বসে, গান-বাজনা ইত্যাদি অনুষ্ঠানও চলে। এছাড়া পালিত হয় ১ জানুয়ারি কল্পতরু উৎসব, কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা কালীপূজা ইত্যাদি। বর্তমানে মন্দির-সংলগ্ন অঞ্চলে একটি অতিথিশালা, সামনে ফুলের বাগান ও দর্শনার্থীদের জন্য আচ্ছাদন নির্মিত হয়েছে। ভক্তরা প্রয়োজনে ভাণ্ডারা দিলে ঐদিন প্রসাদ পাওয়া যায়। আর্থিক ও অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠাতা নিয়োগী পরিবারের ঐকান্তিক প্রচেষ্টায় মায়ের সেবাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়ে চলেছে। ভক্তগণ এখানে এলে নিশ্চয়ই আনন্দ পাবেন। অজয় ভট্টাচার্যবিধাননগর, কলকাতা-৬৪
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in