মনের ঊর্ধ্বায়ণের লক্ষ্যে
স্বামী সুপর্ণানন্দের ভবের শুক্তি ভেঙে গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ২৫টি প্রবন্ধের সান্নিধ্যে এলে অনুভব হবে—দিব্য ত্রয়ীর ভাবকে সামনে রেখে প্রতিটি প্রবন্ধই যেন জীবনকে জীবনের সাথে যুক্ত করার এক-একটি উপকরণ। পূজনীয় মহারাজ ঠাকুর-মা-স্বামীজীর আদর্শ সামনে রেখে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, পুরাণ, শাস্ত্রাদির আলোকে নতুন নতুন ভাবনায় বিষয়গুলিকে খুবই সহজ সরল ভাষায় উপস্থাপিত করেছেন। প্রতিটি প্রবন্ধের মধ্যেই বৃহৎ চিন্তার বীজ মণিমুক্তোর মতো ছড়িয়ে রয়েছে। গ্রন্থের প্রথম খণ্ডটির মতো এই দ্বিতীয় খণ্ডের প্রবন্ধগুলিও নতুন চিন্তার খোরাক জোগায়। ভিন্ন ভিন্ন স্বাদের অম্ল-মধুর অথচ বাস্তববাদী ও তাৎপর্যপূর্ণ প্রতিটি প্রবন্ধই পাঠকদের জীবনজিজ্ঞাসার মুখোমুখি দাঁড়াতে সাহায্য করবে। ‘শ্রীরামকৃষ্ণের ধর্ম’, ‘দৈব এবং পুরুষকার : স্বামীজী এবং শ্রীকৃষ্ণ’, ‘ভালবাসা’, ‘দুঃখ-যন্ত্রণা’, ‘পরিবারে বাবার […]
স্বামী সুপর্ণানন্দের ভবের শুক্তি ভেঙে গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ২৫টি প্রবন্ধের সান্নিধ্যে এলে অনুভব হবে—দিব্য ত্রয়ীর ভাবকে সামনে রেখে প্রতিটি প্রবন্ধই যেন জীবনকে জীবনের সাথে যুক্ত করার এক-একটি উপকরণ। পূজনীয় মহারাজ ঠাকুর-মা-স্বামীজীর আদর্শ সামনে রেখে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, পুরাণ, শাস্ত্রাদির আলোকে নতুন নতুন ভাবনায় বিষয়গুলিকে খুবই সহজ সরল ভাষায় উপস্থাপিত করেছেন। প্রতিটি প্রবন্ধের মধ্যেই বৃহৎ চিন্তার বীজ মণিমুক্তোর মতো ছড়িয়ে রয়েছে। গ্রন্থের প্রথম খণ্ডটির মতো এই দ্বিতীয় খণ্ডের প্রবন্ধগুলিও নতুন চিন্তার খোরাক জোগায়। ভিন্ন ভিন্ন স্বাদের অম্ল-মধুর অথচ বাস্তববাদী ও তাৎপর্যপূর্ণ প্রতিটি প্রবন্ধই পাঠকদের জীবনজিজ্ঞাসার মুখোমুখি দাঁড়াতে সাহায্য করবে। ‘শ্রীরামকৃষ্ণের ধর্ম’, ‘দৈব এবং পুরুষকার : স্বামীজী এবং শ্রীকৃষ্ণ’, ‘ভালবাসা’, ‘দুঃখ-যন্ত্রণা’, ‘পরিবারে বাবার ভূমিকা’ প্রভৃতি প্রাসঙ্গিক মর্মস্পর্শী লেখাগুলির সাথে নিবেদিতা বিষয়ে তিনটি রচনা এবং স্বামী লোকেশ্বরানন্দ, স্বামী মুমুক্ষানন্দ ও স্বামী অসক্তানন্দ সম্পর্কিত প্রবন্ধগুলি বর্তমান ও ভাবী প্রজন্মকে অবশ্যই নতুন ভাবনায় জীবনযাপনে উৎসাহিত করবে। প্রবন্ধগুলি লেখকের নিজস্ব অনুভূতির বহিঃপ্রকাশ মাত্র নয়, চিন্তাশীল সাহিত্যপিপাসু পাঠকসমাজের নতুন ভাবনা ও আবেগের সঞ্চারকারীও। পরিষ্কার অক্ষরবিন্যাস, উন্নত মানের কাগজ, যুগোপযোগী মননশীল প্রবন্ধে ঋদ্ধ গ্রন্থটি বৃহত্তর পাঠকসমাজে সমাদৃত হবে এবং বহুল প্রচারে সমাজও উপকৃত হবে। বিশিষ্ট ছাত্রদরদি শিক্ষক ডঃ বিভাস মণ্ডল ব্রতী হয়েছেন দেশের মেরুদণ্ডস্বরূপ ছাত্র ও যুবসমাজের সর্বাঙ্গীণ উন্নয়নে। তাঁর অক্লান্ত পরিশ্রমে রচিত আদর্শ ছাত্রজীবন তারই ফলশ্রুতি, যার মধ্যে তরুণসমাজের চরিত্র-গঠনকারী জীবন তৈরিতে তিনি বিভিন্ন পথের সন্ধান দিয়েছেন। এই পুস্তকটিতে শিক্ষার উৎপত্তি থেকে শুরু করে শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য, প্রবৃত্তি, আচরণ ও মাধ্যম কী হওয়া উচিত তারই দিঙ্নির্দেশ রয়েছে। কবিতা ও বিভিন্ন নীতিকথা (বাংলা ও ইংরেজি), শাশ্বত বাণী-সহ বৈদিক বাণী এবং বিভিন্ন মহাপুরুষের প্রাসঙ্গিক বাণীগুলি এই স্বল্প পরিসর পুস্তকটির মধ্যে স্থানলাভ করেছে। সহজ সরল ভাষা, সাবলীল প্রচ্ছদ ও বিষয়ের গুরুত্বে পুস্তকটি পাঠকসমাজে গ্রহণযোগ্যতা লাভ করবে।