স্বামী জ্ঞানলোকানন্দ রচিত সুভাষিতে জীবনগড়া গ্রন্থটির উদ্দেশ্য ও বিষয়বস্তু
সুভাষিতে জীবনগড়াস্বামী জ্ঞানলোকানন্দপ্রকাশক :সম্পাদকরামকৃষ্ণ মিশন স্বামী বিবেকাননন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র১০৫ বিবেকানন্দ রোড, কলকাতা-৬৮০.০০ স্বামী জ্ঞানলোকানন্দ রচিত সুভাষিতে জীবনগড়া গ্রন্থটির উদ্দেশ্য ও বিষয়বস্তু শিরোনামেই প্রকাশিত। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রবহমান শাশ্বত মানবিক মূল্যবোধের সংস্কৃত শ্লোকসমূহ বাংলা ভাষায় অতি সহজ ও সরলভাবে ব্যাখ্যা করা হয়েছে এই গ্রন্থে। স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার (man-making) শিক্ষাকে এই গ্রন্থে মূল উপজীব্য করে লেখক চিরায়ত শিক্ষালাভের সূত্রসমূহ তুলে ধরেছেন। স্বামী বিবেকানন্দের মতে মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব বিকাশের মূল চাবিকাঠি হলো শিক্ষা—যে-ধারণা বর্তমানে সর্বজনবন্দিত। এই ভাবনাকে মান্যতা দিয়ে লেখক অত্যন্ত যত্ন ও দক্ষতার সাথে ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডল থেকে আদর্শ জীবন গঠনে সহায়ক বিবিধ সূত্র ও ভাবধারা সংগ্রহ করে সার্থক সমন্বয় ঘটিয়েছেন এই গ্রন্থটিতে। ফলত এটি হয়ে উঠেছে যেন পুষ্পশোভিত একটি ফুলদানি! বর্তমান প্রজন্ম কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবে তাঁর কাছে। আদর্শ মানুষ হওয়ার প্রকৌশল-সমৃদ্ধ এই গ্রন্থটি পাঠক, বিশেষ করে যুবসমাজের কাছে যে সমাদৃত হবে—একথা বলার অপেক্ষা রাখে না। শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামী বিবেকানন্দের চিরায়ত ভাবধারা সঞ্চারে এই মূল্যবান প্রয়াস সার্থক হোক—প্রার্থনা জানাই।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in