উদ্বোধন-এর গত শারদীয়া ১৪২৯ সংখ্যায় স্বামী নিত্যমুক্তানন্দের ‘মধুময় স্মৃতি’ পড়ে আমার ৩৬ বছর আগেকার স্মৃতি উজ্জ্বল হয়ে উঠল।

উদ্বোধন-এর গত শারদীয়া ১৪২৯ সংখ্যায় স্বামী নিত্যমুক্তানন্দের ‘মধুময় স্মৃতি’ পড়ে আমার ৩৬ বছর আগেকার স্মৃতি উজ্জ্বল হয়ে উঠল। পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজীর ইটানগরে পদার্পণের কথা উল্লেখ করেছেন নিত্যমুক্তানন্দজী। বস্তুত, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর-পূর্বাঞ্চলের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও ব্রহ্মচারিগণ তো বটেই, আমাদের মতো সাধারণ মানুষের মধ্যেও আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। মহারাজের স্বল্পদিনের পূত সািন্নধ্য অনেকের সুপ্ত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল। উক্ত রচনায় মহারাজের মিথুন দেখার ইচ্ছার কথা পড়ে সেসম্পর্কে দু-একটা কথা বলতে চাইছি। ভারতের উত্তর-পূর্বাঞ্চল ছাড়াও বাংলাদেশ, মায়ানমার, ভুটান এবং চীনেও মিথুন দেখা যায়। বাইসন গোত্রের এই প্রাণীটির স্বভাব গোরুর মতো শান্ত, কিন্তু দেখতে অনেকটা মোষের মতো। সাদা, কালো ও বাদামি—এই তিনটি রঙের এবং এর মিশ্র রঙেরও হয়। পাহাড়ের ১০০০ থেকে ৩০০০ মিটার উচ্চতাতেই এদের দেখা মেলে। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড সরকার মিথুনকে ‘প্রাদেশিক পশু’ (State Animal) বলে ঘোষণা করেছে। ভারতে মোট মিথুনের ৭০ ভাগ অরুণাচলেই আছে। এখানকার মানুষের কাছে মিথুন সোনার মতো মূল্যবান। বিনিময়ের ‌ক্ষেত্রে এর মূল্য সর্বাধিক। বেশির ভাগ পরিবার কমবেশি মিথুন পালন করে। পরিবারে মিথুনের সংখ্যা সমাজের কাছে সম্মান, সম্পদ ও প্রতিপত্তির মাপকাঠি। ধর্মীয় অনুষ্ঠানে মিথুনকে দেবতার উদ্দেশে উৎসর্গ করে বলি দেওয়াও হয়। মোট কথা, এখানকার উপজাতি মানুষের কাছে নানা ‌ক্ষেত্রে নানাভাবে মিথুনের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। নিত্যমুক্তানন্দজী ঐ স্মৃতিচারণে ইটানগরে পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজীর যেসময়কার আগমন সম্পর্কে লিখেছেন, সৌভাগ্যবশত সেসময় আমি ওখানে এক দায়িত্বপূর্ণ সরকারি কর্মে রত। পূজ্যপাদ মহারাজের কাছে আমার মন্ত্রদী‌ক্ষা এর কয়েক বছর আগে—কাঁকুড়গাছিতে। ফলত, মহারাজ এখানে আসছেন জেনে অত্যন্ত আনন্দিত ছিলাম। তবে মহারাজের সঙ্গ করার ব্যাপারে আমি ইটানগর রামকৃষ্ণ মিশন হসপিটালের তদানীন্তন অধ্যক্ষ প্রীতি মহারাজের কাছে কৃতজ্ঞ। কাঁকুড়গাছি বা বেলুড়ে অসংখ্য ভক্তের মধ্যে মহারাজের কাছে গিয়ে মনের নানা সংশয় নিরসন করা আমার প‌ক্ষে বেশ দুষ্কর ছিল। কিন্তু মাত্র ৫/৬ দিনের ইটানগর রামকৃষ্ণ মিশনে অবস্থানকালে তাঁর পূত সঙ্গ ও নানা প্রসঙ্গ করার সুযোগ পেয়েছিলাম। ঠাকুরের...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in