বাঙালির চিন্তা-চেতনার জগতে শিবনারায়ণ রায় (১৯২১—২০০৮) প্রতিষ্ঠিত ‘জিজ্ঞাসা’ পত্রিকার ভূমিকা অনন্য। তিনি নিজে এই পত্রিকা দীর্ঘ বাইশ বছর (১৯৮০—২০০২) সম্পাদনা করেছেন।

বাঙালির চিন্তা-চেতনার জগতে শিবনারায়ণ রায় (১৯২১—২০০৮) প্রতিষ্ঠিত ‘জিজ্ঞাসা’ পত্রিকার ভূমিকা অনন্য। তিনি নিজে এই পত্রিকা দীর্ঘ বাইশ বছর (১৯৮০—২০০২) সম্পাদনা করেছেন। তিনি বাঙালি জীবনে চিন্তা-চেতনার প্রস্থানপথ নির্মাণ করে গেছেন আজীবন। তাঁর পরবর্তীতেও সেই প্রবাহ রুদ্ধ হয়নি। বর্তমান সংখ্যায় রামমোহন রায় (১৭৭২—১৮৩৩), শার্ল বোদলেয়ার (১৮২১—১৮৬৭) ও বার্ট্রান্ড রাসেল (১৮৭২—১৯৭০)—এই তিন ব্যক্তিত্বের সৃষ্টি ও কর্মসাধনার মূল্যায়ন করা হয়েছে। লিখেছেন দুই বাংলার বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপকেরা। প্রতিটি নিবন্ধই বিষয়বৈচিত্রে পূর্ণ, তথ্যসমৃদ্ধ ও মনোজ্ঞ। এই সংখ্যায় রাসেল সম্পর্কে শিবনারায়ণ রায়ের একটি মনোজ্ঞ প্রবন্ধ পুনর্মুদ্রিত হয়েছে, যেখানে রাসেলের জীবন, কর্ম ও তাঁর বিভিন্ন গ্রন্থের মূল্যায়নের পাশাপাশি পারস্পরিক বন্ধুত্বের প্রামাণিক সাতটি চিঠিপত্র রয়েছে—যা যেকোনো পাঠকের ভাল লাগবে। এছাড়াও রয়েছে শিবনারায়ণ রায়ের স্মারক বক্তৃতা ২০২১, শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ, নলিনী বেরা ও সুজয় বসাকের দুটি গল্প, সাতটি কবিতা ও দুটি গ্রন্থ-সমালোচনা। বাঙালির চিন্তাচেতনায় ‘জিজ্ঞাসা’র এই সংখ্যা নতুন চিন্তা-ভাবনার ঠিকানা দেবে।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in