মৃত্যু কাছে এলে মানুষ টের পায়
তারারা টের পায় চাঁদের একধার
কে যেন খেয়ে গেছে,
মৃত্যু কাছে এলে মানুষ টের পায়তারারা টের পায় চাঁদের একধারকে যেন খেয়ে গেছে, এমন অবেলায়জড়িয়ে যেতে নেই, তুচ্ছ অছিলায়তাড়িত হতে নেই, জীবন-প্রপেলারকিছুই না জানিয়ে যখন থেমে যায়মনও প্রস্তুত, ক্ষণও চলকায়তবুও ছেড়ে যেতে সাজানো সংসারবিষাদ ছায়া ফেলে ভৌম কল্কায়তখন বান এলে আকাশগঙ্গায়বইয়ে নিতে হয় কালের ক্রেংকারবৃত্তসময়ের নিত্য সংজ্ঞায়ভ্রমর জানে তার আত্মবীক্ষায়লিপ্তমিলনেও কোথাও থাকে ভারবাতাস টের পায়, ফুলও টের পায়তখন পাখিকুল কেবল সাম গায়গল্পহরিণের জ্ঞান যে নিরাকার—যতই মায়ামূল স্বপ্নে থেকে যায়…মৃত্যু কাছে এলে মানুষ টের পায়
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in