বুদ্ধদেব যখন তাঁর ধর্মের অনুভবগুলি প্রচারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, তখন ব্রাহ্মণ্য ধর্ম আর সংস্কৃতির অভিজাত সমাজের ভাষাকে পরিত্যাগ করে গ্রহণ করেছিলেন সাধারণ মানুষের মুখের ভাষাকে।
বুদ্ধদেব যখন তাঁর ধর্মের অনুভবগুলি প্রচারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, তখন ব্রাহ্মণ্য ধর্ম আর সংস্কৃতির অভিজাত সমাজের ভাষাকে পরিত্যাগ করে গ্রহণ করেছিলেন সাধারণ মানুষের মুখের ভাষাকে। তাঁর মনে হয়েছিল, এই ভাষা মানুষের কাছে পৌঁছাবে সহজে। তিনি সরে এসেছিলেন সংস্কৃতির আভিজাত্যের গৌরব-মোহ থেকে। সাধারণ মানুষের জীবনে উন্নতি ঘটুক—এই ছিল তার বাসনা। তাই লোকজনের মুখের ভাষাই তাঁর ধর্মপ্রচারের ভাষা হিসাবে গৃহীত হয়েছিল। মনোভাবের দিক থেকে যে আধুনিকতার সূত্রপাত সেদিন বুদ্ধদেব ঘটিয়েছিলেন, তারই পরবর্তী সময়োচিত পদক্ষেপ যেন স্বামী বিবেকানন্দের ভাষা-নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। উনিশ শতকের শিক্ষিত সম্ভ্রান্ত ভদ্রজনেরা যখন তৎসম শব্দের ব্যাপক প্রয়োগের মধ্য দিয়ে বাংলা ভাষাকে তাদের চর্চার ভাষা হিসাবে নির্বাচন করেছেন তখন স্বামী বিবেকানন্দ মুখের ভাষাকে, দৈনন্দিন জীবনের ভাষাকে, চলিত ভাষাকে গ্রহণ করলেন তাঁর রচনার ভাষা হিসাবে। তাঁর সেই বলিষ্ঠ পদক্ষেপ সেদিন অনেকের ভ্রুকুঞ্চনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজ বাংলা ভাষা যে-পথে এগিয়ে চলেছে সে-পথ সেই চলিত ভাষারই পথ। সে-পথ স্বামীজীর দেখানো সেই পথ। উদ্বোধন পত্রিকা তার দীর্ঘ ১২৫ বছরের শুভযাত্রায় সেই পথেই বাংলা ভাষাকে সগৌরবে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে চলেছে। বাংলা ভাষার ইতিহাস খুব বেশি দিনের নয়। অন্যান্য উন্নত সাহিত্যের ভাষার তুলনায় বাংলা ভাষা অনেকটাই নবীন। এক থেকে দেড় হাজার বছর আগেকার এই ভাষা তুলনামূলকভাবে বয়সে নবীন হয়েও পৃথিবীর অন্য যেকোনো উন্নত ভাষার সাহিত্যের সঙ্গে এক আসনে নিজের জায়গা করে নিয়েছে। এই কৃতিত্ব বড় কম কথা নয়! বিশ্ব সংস্থা ইউনেস্কো পৃথিবীর মধুরতম ভাষা হিসাবে বাংলা ভাষাকে যে নির্বাচন করেছেন তা আমরা প্রায় সকলেই জানি। ভারতীয় সংবিধানেও বাংলা ভাষার ঔদার্যের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। আসলে মৌখিকভাবে উচ্চারিত বাংলা ভাষা তার বোধগম্যতার সীমা পেরিয়ে অনায়াসে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। অর্থাৎ বাংলা ভাষা সম্যগ্ভাবে অনুধাবন না করেও এই ভাষার মাধুর্য অনেক মানুষই উপভোগ করে থাকেন। আমরা জানি এই ভাষায় বহু উন্নত সাহিত্য রচিত হয়েছে। ভারতবর্ষের উন্নত সাহিত্যগুলি বাংলা ভাষাতেই সর্বাধিক...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in