বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েন বলেছেন : “ভারতভূমি হলো মনুষ্যজাতির অগ্রগতির

বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েন বলেছেন : “ভারতভূমি হলো মনুষ্যজাতির অগ্রগতির আধার, মানবাত্মার সূতিকাগার, ইতিবৃত্তের মাতা, কিংবদন্তির মাতামহী এবং ঐতিহ্যের প্রমাতামহী। কেবল ভারতবর্ষেই আমাদের সকল মূল্যবান ও শিক্ষণীয় বিষয় পুঞ্জীভূত।” এই ভূমিতে পূত বেদধ্বনি উৎসারণের শুভ প্রতীক্ষায় সমগ্র বিশ্ব যেন মাতৃজঠরের গুহাতমসায় আজকের সম্ভাবনাকে বুকে ধরে ঘুমিয়ে ছিল। বেদমন্ত্র অনন্ত শক্তি নিয়ে কর্ণকুহরে প্রবেশ করে। কালে শিষ্য অভিষিক্ত হন আচার্যের পীঠাসনে। বৈদিক যুগের গুরুকুলের সেই উদার আন্তরিকতাই ক্রমে বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে। রাজর্ষি জনকের আনুকূল্যে মিথিলা এইরকমই এক শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে তেলহারা বিশ্ববিদ্যালয়ের সূচনা, যার অকালসমাপ্তি সর্বজনখ্যাত নালন্দার সঙ্গেই ঘনিয়ে আসে। অতীতের ত‌ক্ষশিলা, শাদাপীঠ, বিক্রমশিলা, জগদ্দল, বল্লভী, সোমপুরা, নাগার্জুন বিদ্যাপীঠ, ওদন্তপুরী, তেলহারা, পুষ্পগিরি প্রভৃতি থেকে শুরু করে সেদিনের নবদ্বীপের টোলগুলিতেও দেশ-বিদেশের অগণিত ছাত্র পরীক্ষা দিয়ে প্রবেশাধিকার পেত। ভারতীয় বিদ্যাচর্চার প্রাচীন পরম্পরাকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও মৌলিক প্রজ্ঞায় সে স্বতন্ত্র। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যুগপৎ সনাতন ও আধুনিক শিক্ষায় ভারতীয় মনীষা পুনরায় জাগরিত হোক। তাঁর চির-অভীপ্সিত গুরুকুলের ভাবনায় এবারের প্রচ্ছদ তাই বেদময়। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in