দান্ত আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনের চর্চার বিষয়। শ্রীসারদা মঠের পূর্বতন সহাধ্যক্ষা প্রব্রাজিকা অজয়াপ্রাণা মাতাজী রচিত Vedanta in Practice : Spiritual Unfoldment গ্রন্থটি আমাদের সেই পথেই চালিত করে।

দান্ত আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনের চর্চার বিষয়। শ্রীসারদা মঠের পূর্বতন সহাধ্যক্ষা প্রব্রাজিকা অজয়াপ্রাণা মাতাজী রচিত Vedanta in Practice : Spiritual Unfoldment গ্রন্থটি আমাদের সেই পথেই চালিত করে। এটি আসলে ভারত ও মালয়েশিয়ায় তাঁর প্রদত্ত বক্তৃতার সংকলন। বিবিধ প্রতিকূল পরিস্থিতিতে আমরা যখন সন্দিহান; তখন মন নিয়ন্ত্রণের মাধ্যমেই আধ্যাত্মিক আশ্রয়ের বিষয়টি ভাবা দরকার। গ্রন্থটি এই দিক থেকে গুরুত্বপূর্ণ। অব্যর্থ ইতিবাচক শক্তি, আশাবাদ এবং ব্যাবহারিক প্রজ্ঞাতে তাঁর কথাগুলি পরিপূর্ণ। জীবনের বিবিধ পরীক্ষা-নিরীক্ষার প্রহরে এগুলি আমাদের প্রেরণা দেয়। গ্রন্থের দুটি পর্যায়, প্রথম পর্যায়ে আছে সাতটি বক্তৃতা। ‘The Secret of Success’ এবং ‘Training the Mind for Meditation’ পর্যায়ের বক্তৃতা-দুটি গুরুত্বপূর্ণ । মাতাজী বলেছেন : “For success, what really needs to be done is to bring about a change in one’s attitude.” (The Secret of Success) দ্বিতীয় পর্যায়ে আছে ছয়টি বক্তৃতা। তিরুবনন্তপুরম রামকৃষ্ণ সারদা মিশনের কতিপয় ভক্তের উদ্যোগে প্রকাশিত এই গ্রন্থে ব্যাবহারিক বেদান্তের সুন্দর প্রয়োগ দেখা যায়। Vedanta in Practice : Spiritual Unfoldment Pravrajika AjayapranaDevotees of Ramakrishna Sarada Mission, Thiruvananthapuram 150.00 একটি সংযোজন, সূচিপত্রে বক্তব্যগুলির দুটি অংশের পরে Appendix অংশে ১৬৯ পাতায় ‘Pravrajika Ajayaprana—The Guiding light’ অংশটি থাকার কথা থাকলেও আদতে তা নেই। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in