অনেকেই বলে থাকেন—এই ভারতবর্ষে আমাদের এই যে রামকৃষ্ণ সংঘ—যে গৌরবময় সংঘের আওতার মধ্যে
“ওঁ আ নো ভদ্রাঃ ক্রতবো যন্তু বিশ্বতঃ…ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।।” অনেকেই বলে থাকেন—এই ভারতবর্ষে আমাদের এই যে রামকৃষ্ণ সংঘ—যে গৌরবময় সংঘের আওতার মধ্যে আমরা আসতে পেরেছি—সেটি হচ্ছে দ্বিতীয় সংঘ। প্রথম সংঘ হচ্ছে বৌদ্ধ সংঘ। আমরা যদি ভাল করে বিভিন্ন ধর্মসংঘের ইতিহাস বিচার-বিশ্লেষণ করি তাহলে দেখব—রামকৃষ্ণ সংঘের তুলনা নেই। নানান দিক থেকেই অনন্য, স্বতন্ত্র। আমি আজকে মূলত বৌদ্ধ সংঘ সম্পর্কে বলব, উদ্দেশ্য—আমরা বুঝতে পারব আমাদের এই সংঘের বৈশিষ্ট্য কী এবং এই সংঘের ভবিষ্যৎ ভূমিকা কী। আমরা প্রথমেই লক্ষ্য করে থাকি, বৌদ্ধ সংঘে সূচনাকাল থেকেই কিছু রীতিনীতি ছিল; সেই রীতিনীতি আজ পর্যন্ত অনুসরণ করা হয়। তার মধ্যে একটা হলো—কেউ সংঘে প্রবেশ করতে গেলেই তাকে ‘ত্রিশরণ’ মন্ত্র উচ্চারণ করতে হয়। ত্রিশরণ মন্ত্র আমরা সবাই জানি। “বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি। সঙ্ঘং শরণং গচ্ছামি।” এই ত্রিশরণ মন্ত্রের মধ্যেই সম্পূর্ণ বৌদ্ধ সংেঘর ইতিহাসটা লুকানো আছে। আর বুদ্ধ যেভাবে তাঁর অনুগামীদের সংঘে গ্রহণ করতেন সেই পদ্ধতি এখনো রয়েছে। বুদ্ধ সংঘে যোগদানের জন্য যে আসতেন তাঁকে বলতেন—‘এহি ভিক্ষু’। এই বৌদ্ধধর্মের ইতিহাসে তিনটে স্তম্ভ। একটি হচ্ছে বুদ্ধের অসাধারণ জীবন, অসাধারণ ব্যক্তিত্ব। দ্বিতীয় তাঁর প্রচারিত ধর্ম আর তৃতীয় হচ্ছে তাঁর সৃষ্ট সংঘ। এই তিনটি নিয়েই বৌদ্ধধর্মের ইতিহাস। প্রথম দুটি যে-স্তম্ভ অর্থাৎ বুদ্ধ ও ধর্ম, সেসম্পর্কে সামান্য আলোচনা করে তৃতীয় যে-স্তম্ভ অর্থাৎ সংঘ, সেসম্পর্কে বিস্তৃত আলোচনা করব। আমরা জানি যে, বুদ্ধদেব খ্রিস্টপূর্ব ৫৬৩ বছর আগে আবির্ভূত হয়েছিলেন এবং ৮০ বছর বেঁচে ছিলেন। ২৯ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। বৌদ্ধধর্মের ইতিহাসে এটিই ‘অভিনিষ্ক্রমণ’। বুদ্ধের এই যে অসাধারণ জীবন সে-আলোচনা করতে গিয়ে মনীষী চিন্তাবিদ রবীন্দ্রনাথ সমস্ত বিশ্বের ইতিহাস পর্যালোচনা করে বলেছেন—বুদ্ধ হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। স্বামী বিবেকানন্দের বিভিন্ন উক্তির মধ্যে প্রকাশিত হয়েছে বুদ্ধের সম্পর্কে তাঁর অগাধ শ্রদ্ধা, অগাধ ভক্তি। কিন্তু বুদ্ধের জীবনের যে-বিষয়টি আমাদের সবার মনে গভীর রেখাপাত করে থাকে, সেটি অনেকেই আমরা লক্ষ্য করতে ভুলে যাই। ভগবান বুদ্ধ তাঁর বহু...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in