বুদ্ধের সন্ধানে বইটিতে কুণাল চট্টোপাধ্যায় ছটি অধ্যায়ের মধ্য দিয়ে বৌদ্ধধর্মের ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ ও ভারত-সংলগ্ন বিভিন্ন দেশে বৌদ্ধধর্ম প্রসারের ইতিহাস তুলে ধরেছেন। প্রথম অধ্যায়ে বৌদ্ধধর্ম ও বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় অধ্যায়ে জর্জ টার্নার, ব্রায়ান হজসন ও জেমস প্রিন্সেপ অনুসন্ধানের মাধ্যমে শ্রীলঙ্কা, নেপাল ও উত্তরভারতে বৌদ্ধধর্ম বিস্তার সম্বন্ধীয় নানা তথ্য কীভাবে উদ্ধার করেছিলেন তার সং‌ক্ষিপ্ত ইতিহাস রয়েছে। বৌদ্ধধর্মের জেন শাখার প্রবর্তক বোধিধম্মের দ‌ক্ষিণভারত থেকে চীনে গিয়ে বৌদ্ধধর্মের প্রসার ঘটানোর কথা রয়েছে তৃতীয় অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে বুদ্ধের জন্মের স্থাননির্ণায়ক তথ্যাদি উদ্ধারের কথা উঠে এসেছে। তিব্বতে সম্রাট গাম্পোর দুই রানি ওয়েনচেঙ্গ ও ভৃকুটির মাধ্যমে কীভাবে বৌদ্ধধর্মের ভিত তৈরি হয় এবং পরবর্তী সময়ে শান্তর‌ক্ষিত ও দীপঙ্কর শ্রীজ্ঞানের মাধ্যমে তা বিস্তারলাভ করে, তার পরিচয় পাওয়া যায় পঞ্চম অধ্যায়ে। ‘শ্রীলঙ্কার বিবেকানন্দ’ শীর্ষক ষষ্ঠ অধ্যায়ে লেখক বিবেকানন্দের সঙ্গে ধর্মপালের তুলনামূলক আলোচনা করেছেন।

গ্রন্থের শুরুতে লেখক বলেছেন, ভারতে উদ্ভূত বৌদ্ধধর্ম পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়লেও ভারতে তা অবহেলিত, এমনকী ভারত বৌদ্ধদর্শনের ‘সফ্‌ট পাওয়ার’ও দাবি করে না! গ্রন্থের পরিশেষে লেখক জানিয়েছেন, ভীমরাও আম্বেদকরের হাত ধরে বৌদ্ধধর্ম তার জন্মভূমিতে আবার ফিরে এসেছে। সহজ সাবলীল গদ্যে সং‌ক্ষিপ্ত আয়তনের মধ্যে বৌদ্ধধর্ম সংক্রান্ত গবেষণার ইতিহাসকে লেখক এই বইয়ের মাধ্যমে পাঠকের সামনে হাজির করেছেন।

বসুন্ধরা মণ্ডল

বুদ্ধের সন্ধানে

কুণাল চট্টোপাধ্যায়

পরন্তপ

মূল্য ১৫০ টাকা