হাওয়ার ভিতর দিয়ে যে আলো নিভৃতে আসে,

যে আলো পাথর বাঁধা শীতল বাড়ির পাশে

জোনাকিদের হাতে চিঠি দিয়ে চলে যায়, চাঁদের কাছে।

যে আলোয় পরিয়া নামে উষ্ণ আলিঙ্গনের-

সেই আলোর কাছে বোধবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছি

শরতের ছাতিম গাছ হয়ে।