তুমি আমার গুরু। প্রভু। প্রেমিক গুরু। শ্রীকৃষ্ণ আমার নয়নগোচর হোন। বৃন্দাবন যাত্রাকালে, শ্রীহরি, তোমার আশীর্বাদ আমার পাথেয়। তুমি শ্রীকৃষ্ণ
“শ্রিয়াশ্লিষ্টো বিষ্ণুঃ স্থিরচরগুরুর্বেদবিষয়োধিয়াং সাক্ষী শুদ্ধো হরিরসুরহন্তাব্জনয়নঃ।গদী শঙ্খী চক্রী বিমলবনমালী স্থিররুচিঃশরণ্যো লোকেশো মম ভবতু কৃেষ্ণাঽক্ষিবিষয়ঃ।।” ভাবানুবাদী অনুসরণ :তুমি আমার গুরু। প্রভু। প্রেমিক গুরু। শ্রীকৃষ্ণ আমার নয়নগোচর হোন। বৃন্দাবন যাত্রাকালে, শ্রীহরি, তোমার আশীর্বাদ আমার পাথেয়। তুমি শ্রীকৃষ্ণ অন্তর্যামী, জান তো আমার এবার যাত্রার উদ্দেশ্য। আমি যাব বৃন্দাবনী সারঙ্গীতে। যোগ-এ যোগ মিলিয়ে বৃন্দাবন-মথুরা এবং বারসানা। বৃন্দাবনের কুম্ভমেলায় বৈষ্ণব বাবাজীদের স্নানমেলা দেখব। যমুনায় পুণ্যস্নান। মথুরা ভ্রমণ। এবং বারসানায় ‘লাঠমারো হোলি’। সে এক দেখার জিনিস বটে! অখণ্ড বঙ্গের গণবাক্য, ঢাকার জন্মাষ্টমী—নবদ্বীপ-শান্তিপুরের রাস (ভাঙা, কুঞ্জভাঙা, রাইরাজা এবং বারসানার মথুরা-বৃন্দাবন) লাঠমারো হোলি— পৃথিবীবিখ্যাত। না দেখলে দেখার দৃষ্টি পূর্ণ হয় না। পাঠক, পুণ্যার্থী সহযাত্রী! তবেই বুঝতে পারছ আমি এক ঢিলে দুই নয়—তিন পাখি মারার আয়োজন করেছি। সংসারী মানুষ মোরা। কত দিক সামলে চলতে হয় গো! সংসার থেকে ছুটি মেলা ভার। চাই পাথেয় (রাহা খরচ)। তার ধাক্কা। হাতে-পায়ে বেড়ি। তার থেকে মুক্তি। মেয়েটার কোচিং। নতুন ক্লাস। ছেলেটার সামনে উচ্চ মাধ্যমিক। ওনার তো আবার শীতের টান। শ্বাসের সমস্যা। তবে ভাল একটাই—বৃন্দাবন কুম্ভমেলার শেষদিকের শাহি স্নান (প্রধান) ফেব্রুয়ারির শেষের দিকে। আবার দোলপূর্ণিমার সমাপ্তি স্নান ঐ ফেব্রুয়ারিরই শেষে। দোল উৎসব, বিখ্যাত লাঠমারো হোলি প্রায় দিন সাতেক চলে। তার পরে হরিদ্বারে পূর্ণকুম্ভে আসা যেতে পারে। সেখানে সন্ন্যাসী, নানা বাবাদের (সঠিক শব্দ ‘নাঙ্গা’) স্নান দেখা যেতে পারে। চাইলে ব্রহ্মকুণ্ডে একটা ডুবকিও চলতে পারে। ১২ ফেব্রুয়ারি (২০১০) মহাশিবরাত্রির স্নান (শাহি) দিয়ে শুরু হরিদ্বার পূর্ণকুম্ভ। তাই ফেব্রুয়ারির এই স্নান সেরে ‘ওয়ান নাইট জার্নি’ বৃন্দাবন। ধুনির আগুন ও ধোঁয়ায় সাধনা তার মানে, ষোলো দিনের ভ্রমণ? ১২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, দোলপূর্ণিমা অবধি। এর পরে জার্নির দিনগুলো ধরতে হবে। মানে, তিন হপ্তার ধাক্কা। সে তো বটেই। এক ঢিলে তিন পক্ষী। রয়ে-বসে না করে উড়ে এসে জুড়ে বস হরিদ্বারে। হাওয়াই জাহাজের চড়া খরচ। বাজেট ফেল! আমার কথা বাদ দাও। ২০১০ সালে হরিদ্বার পূর্ণকুম্ভ—বৃন্দাবন বৈঠককুম্ভ—হরিদ্বার পূর্ণকুম্ভ—বৃন্দাবন লাঠমারো হোলি। একুনে তিন মাস...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
