বাংলার নবজাগরণের যুগে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ সবিশেষ জোর দিয়েছিলেন বাংলা ভাষায় বিশ্বজনীন জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে জাগ্রত রাখতে। কিন্তু সেই চর্চা আজ সত্যিই পিছিয়ে পড়ছে; বাংলা ভাষায় বিশ্বজনীন বিজ্ঞানের চর্চা এখন নিম্নগামী!

বাংলার নবজাগরণের যুগে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ সবিশেষ জোর দিয়েছিলেন বাংলা ভাষায় বিশ্বজনীন জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে জাগ্রত রাখতে। কিন্তু সেই চর্চা আজ সত্যিই পিছিয়ে পড়ছে; বাংলা ভাষায় বিশ্বজনীন বিজ্ঞানের চর্চা এখন নিম্নগামী! তবুও এর মধ্যে সাম্পান-এর ‘প্রথম বিজ্ঞান সংখ্যা’টি দেখে আমরা স্বস্তি ফিরে পেলাম। আমাদের বিশ্বাস, এই সংখ্যা বাংলা ভাষায় আধুনিক বিজ্ঞানের গতিপ্রকৃতি তুলে ধরার ক্ষেত্রে অবশ্যই একটি ‘মডেল’ হয়ে উঠবে। সামগ্রিক বিজ্ঞানচর্চার প্রতিটি ক্ষেত্রকে তুলে ধরতে এতে উঠে এসেছে—আধুনিক আবিষ্কার, অগ্রগতি, বিজ্ঞানের ইতিহাস, বিজ্ঞানের দর্শন ও বিজ্ঞানের রাজনীতি। বিজ্ঞান যে কেবলমাত্র সূত্র বা তত্ত্ব নয়, তা যে আসলে একটা দৃষ্টিভঙ্গি, যা মানুষকে বিশ্বপ্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ করে—এমন বার্তা সাধারণ পাঠক এমন প্রয়াস দেখলে অনুধাবন করবেন। আমাদের অভিজ্ঞান, বাংলা ভাষায় নিয়মিত বিজ্ঞানচর্চার একটি সংস্কৃতি আগামী দিনে লিটিল ম্যাগাজিনগুলির হাত ধরে গড়ে উঠলে বাঙালির পক্ষে তা হবে কল্যাণপ্রদ।    সাম্পানসম্পা : পল্লব সরকারমনসুন উইন্ডসউলুবেড়িয়া, হাওড়া-৭১১৩১৫২৯৯.০০

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in