দুর্গাপুজো সর্বজনীন বিস্তৃতি লাভ করার আগে ছিল একান্ত পারিবারিক এক উৎসব।

মেদিনীপুরের পারিবারিক দুর্গোৎসবসুগত পাইনপ্রকাশক :কমলেশ নন্দকবিতিকাখড়্গপুর, পঃ মেদিনীপুর৫০০.০০ দুর্গাপুজো সর্বজনীন বিস্তৃতি লাভ করার আগে ছিল একান্ত পারিবারিক এক উৎসব। একদিকে শাস্ত্র, অন্যদিকে বিভিন্ন রীতির মেলবন্ধনে এই উৎসবের মধ্যে সংযোজিত হয়েছে নতুন নতুন আচার, নিয়ম। তেমনই হলো অখণ্ড মেদিনীপুর জেলার শারদোৎসব। এই অঞ্চলের উৎসবের ধারা যেমন প্রাচীন তেমনই বৈচিত্রময়, আকর্ষণীয়। কোথাও নিয়মের বিভিন্নতা, কোথাও মূর্তির গঠনগত পার্থক্য, আবার কোথাও নির্ঘণ্টের বৈচিত্রে—এই সবকিছুর মাঝে সেতুবন্ধন করেছেন লেখক সুগত পাইন তাঁর মেদিনীপুরের পারিবারিক দুর্গোৎসব গ্রন্থে। লেখক গবেষণাধর্মী এই গ্রন্থটিতে ৫১টি পারিবারিক দুর্গোৎসবের ইতিহাসকে তুলে ধরেছেন। রচনাগুলি ইতিপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উৎসবের বৈচিত্রের উল্লেখে অনেক সময় বিভিন্ন শাস্ত্রীয় প্রসঙ্গ ব্যবহার বিশেষ প্রশংসার যোগ্য। লেখক শুধুই তথ্য ও তত্ত্বের সংকলন করেননি, প্রচুর রঙিন আলোকচিত্রের ব্যবহারও করেছেন। তথ্যপঞ্জির উল্লেখ করে তিনি ভবিষ্যতের পাঠকদের উৎসাহিত করেছেন এই বিষয়ে। তাঁর এই প্রয়াস সাধুবাদযোগ্য।  

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in