প্রব্রাজিকা প্রবুদ্ধপ্রাণা ট্যান্টিন : জোসেফিন ম্যাকলাউড গ্রন্থে লিখেছেন : “ধর্মপাল যখন বাগানবাড়ির অস্থায়ী মঠে পৌঁছালেন তখন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, মেঘ ডাকছে। দেখতে না দেখতে মুষলধারে বৃষ্টি নামল। এক ঘণ্টারও বেশি তুমুল বৃষ্টি!

[পূর্বানুবৃত্তি : আষাঢ় সংখ্যার পর] ।।৬।। প্রব্রাজিকা প্রবুদ্ধপ্রাণা ট্যান্টিন : জোসেফিন ম্যাকলাউড গ্রন্থে লিখেছেন : “ধর্মপাল যখন বাগানবাড়ির অস্থায়ী মঠে পৌঁছালেন তখন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, মেঘ ডাকছে। দেখতে না দেখতে মুষলধারে বৃষ্টি নামল। এক ঘণ্টারও বেশি তুমুল বৃষ্টি! বৃষ্টি সম্পূর্ণ থামার কোনো লক্ষণ না থাকায় ঐ বৃষ্টির মধ্যেই মঠের নতুন জমিতে যাওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় রইল না। প্রিয়নাথ সিংহ এবং কয়েকজন সাধু স্বামীজী ও ধর্মপালের সঙ্গে সঙ্গে চললেন। রওনা হওয়ার সময় বিবেকানন্দ প্রত্যেককে জুতো খুলে নিয়ে ছাতা মাথায় চলতে বললেন। ধর্মপাল বাদে সকলেই শিশুর মতো খালি পায়ে চলেছেন—কখনো পা পিছলে যাচ্ছে, কখনো খানা-খন্দে বেকায়দায় পা পড়ে জল-কাদা ছিটকাচ্ছে। বিবেকানন্দ ধর্মপালকে সাবধান করে বললেন, ‘এত কাদা, আপনার জুতোর কিন্তু দফা রফা হবে।’ কিন্তু ধর্মপাল গ্রাহ্য করলেন না। তিনি বললেন, ‘চিন্তা করবেন না, জুতো পরে আমি ঠিক চলে যাব।’ [বললেন ঠিকই, কিন্তু ওদিকে] মাঝে মাঝেই কারো না কারো পা হড়কাতে লাগল—আর অমনি কাদায় ধপাস! নয়তো জলে ভিজে একশা! সেই দৃশ্য দেখে স্বামীজী থেকে থেকেই হাসিতে ফেটে পড়ছেন। অবশেষে অনেক গর্ত-টর্ত পেরিয়ে তাঁরা নতুন মঠের সীমানায় এসে পৌঁছালেন। মঠের সমগ্র জমি তখন কাদায় প্যাচপ্যাচ করছে, কারণ জমি সমান করার জন্য নতুন মাটি এনে ফেলা হয়েছিল। নরম, গভীর কাদায় সকলের পা-ই বসে যাচ্ছিল। এমনিতে তো ধর্মপালের একটি পা খঞ্জ ছিল, তার ওপর তাঁর পা এমন গভীর কাদায় ঢুকে গেল যে, তিনি কিছুতেই পা তুলতে পারছিলেন না। বিবেকানন্দ তখন এগিয়ে এসে ধর্মপালকে তাঁর কাঁধে ভর দিতে বললেন এবং হাত দিয়ে এমনভাবে তাঁর কোমর জড়িয়ে ধরলেন যাতে ধর্মপাল তাঁর পা টেনে বার করতে পারেন। সে এক দেখার মতো দৃশ্যই বটে! যা হোক, ছোট ছেলেদের মতো হাসতে হাসতে কর্দমাক্ত কলেবরে তাঁরা শেষ পর্যন্ত মহিলাদের কুটিরে পৌঁছালেন। ঘরে ঢোকার আগে সকলের পা ধোয়ার জল আনালেন স্বামীজী, কলসী এবং ঘটি আনা হলে স্বামীজী একরকম তা ছিনিয়ে নিয়ে স্বয়ং...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in