কঠোর পরিশ্রমের ফলে অত্যন্ত ভগ্নস্বাস্থ্য হওয়া সত্ত্বেও স্বামীজী পূর্ণ উদ্যমে গুরুভাইদের সাহায্যে মঠের জন্য উপযুক্ত জমির সন্ধান করতে থাকেন। ২৬ মার্চ মিসেস বুলকে তিনি লিখলেন : “আমি শুধু আমার মঠটি চালু করতে দৃঢ়সংকল্প এবং সে কাজ সারা হওয়া মাত্র আমি আবার আসব।”
[পূর্বানুবৃত্তি : চৈত্র সংখ্যার পর] ।।৩।। কঠোর পরিশ্রমের ফলে অত্যন্ত ভগ্নস্বাস্থ্য হওয়া সত্ত্বেও স্বামীজী পূর্ণ উদ্যমে গুরুভাইদের সাহায্যে মঠের জন্য উপযুক্ত জমির সন্ধান করতে থাকেন। ২৬ মার্চ মিসেস বুলকে তিনি লিখলেন : “আমি শুধু আমার মঠটি চালু করতে দৃঢ়সংকল্প এবং সে কাজ সারা হওয়া মাত্র আমি আবার আসব।” ইতিমধ্যে জমির দাম অনেক বেড়ে গিয়েছিল, আবার তখনো গঙ্গার ধারে বড় জমি কেনার মতো পর্যাপ্ত অর্থও হাতে আসেনি। তাই দ্রুত মঠস্থাপনের অসফলতার দুঃখ তিনি শ্রীশ্রীমায়ের কাছে নিবেদন করেছিলেন। শ্রীশ্রীমা আশ্বাস দিয়েছিলেন : “চিন্তা করো না। তুমি যা করেছ, আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছ, হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। স্থির জেন, ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন। দেখবে অল্পদিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে।”৩২ ঘটনাটি ঘটেছিল বিদেশ থেকে ফেরার পর শ্রীশ্রীমায়ের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের দিন—২৩ মার্চ ১৮৯৭। আবার শ্রীশ্রীমায়ের মুখে এই সংক্রান্ত আরেকটি ঘটনা প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন : “একদিন নরেন এসে বললে, ‘মা, এই ১০৮ বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না। ও হবেই একদিন।’”৩৩ স্বামী যোগানন্দজীকে সঙ্গে নিয়ে ১৮৯৭ সালের ৬ মে স্বামীজী উত্তর-পশ্চিম ভারতের উদ্দেশে রওনা দেন। ২০ মে আলমোড়া থেকে স্বামী ব্রহ্মানন্দজীকে তিনি লিখলেন : “টাকাকড়ি এখনও যেন জলে ভাসছে… যোগাড় নিশ্চিত হবে। হল, বিল্ডিং, জমি ও ফণ্ড—সব ঠিক হয়ে যাবে। কিন্তু না আঁচালে তো বিশ্বাস নেই।… একবার tour (ভ্রমণ) করে টাকা যোগাড় করব নিশ্চিত। এ বিধায় যদি তুমি বোধ কর যে, ঐ আট কাঠা frontage (সামনে খোলা জমি) না হয়…, তাহলে… দালালের বায়না জলে ফেলার মত দিলে ক্ষতি নাই। এসব বিষয় নিজে বুদ্ধি করে করবে, আমি অধিক আর কি লিখব? তাড়াতাড়িতে ভুল হওয়ার বিশেষ সম্ভব।” বেশ কয়েকজন পশ্চিমি ভক্ত ভারতবর্ষে কাজের জন্য স্বামীজীকে অর্থদানে সম্মত হয়েছিলেন। এঁদের মধ্যে আমেরিকার মিস জোসেফিন ম্যাকলাউড, মিসেস...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in