মহাপ্রস্থানের দুদিন আগে স্বামী বিবেকানন্দের ঘোষণা—“এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তির ক্রিয়া শুরু

[নতুন ধারাবাহিক]।।১।। ভূমিকা মহাপ্রস্থানের দুদিন আগে স্বামী বিবেকানন্দের ঘোষণা—“এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তির ক্রিয়া শুরু হয়েছে, তা দেড় হাজার বছর ধরে চলবে—তা একটা বিরাট বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে। মনে করো না, এটা আমার কল্পনা, এ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি।”১ অতি অল্পসংখ্যক সন্ন্যাসী ও ব্রহ্মচারী নিয়ে সদ্য স্থাপিত ক্ষুদ্র পরিসরের বেলুড় মঠ। দক্ষিণের ঘুষুড়ি কলকারখানার জন্য ও উত্তরের বালি-সন্নিহিত এলাকা বিভিন্ন দিক দিয়ে তখন অনেক সমৃদ্ধ ও সমধিক পরিচিত।২ কিন্তু বিরল জনবসতির বেলুড় তখন ম্যালেরিয়া রোগের অতিপ্রবণ এলাকা—শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি প্রভৃতি সব দিকে অত্যন্ত পিছিয়ে পড়া অখ্যাত এক গ্রাম।৩ তখনো পর্যন্ত বেলুড় মঠ কলকাতার মানুষের কাছেও খুব একটা পরিচিতিলাভ করেনি।৪ এরকম এক প্রেক্ষাপটে স্বামীজীর উক্ত ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস স্থাপন করা সত্যিই কঠিন ছিল। কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র হওয়ার কারণে এর খ্যাতি আজ বিশ্বব্যাপী। ১২৪ বছরের মধ্যেই দেশে ও বিদেশে মোট ৩১০টি কেন্দ্র স্থাপিত হয়েছে।৫ স্বামীজীর “আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ” ব্রতের আহ্বানে সাড়া দিয়ে প্রায় ১৮০০ সন্ন্যাসী, ব্রহ্মচারী৬ এবং অগণিত ভক্ত ও অনুরাগী বিভিন্নভাবে এই সেবাযজ্ঞে ভাগ নিয়ে নিজেদের জীবন ধন্য করছেন। ভবিষ্যতে বেলুড় মঠ থেকে উদ্ভূত আধ্যাত্মিক শক্তিতরঙ্গ কীভাবে মানবসভ্যতাকে প্রভাবিত করবে সেবিষয়ে স্বামীজী বলে গেছেন। তাঁর কথায়—“সাধন-ভজন ও জ্ঞানচর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে, এই আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে, তা জগৎ ছেয়ে ফেলবে; মানুষের জীবনগতি ফিরিয়ে দেবে; জ্ঞান ভক্তি যোগ ও কর্মের একত্র সমন্বয়ে এখান থেকে ideals (উচ্চাদর্শসকল) বেরোবে; এই মঠভুক্ত সাধুদের ইঙ্গিতে কালে দিগ্‌দিগন্তরে প্রাণের সঞ্চার হবে; যথার্থ ধর্মানুরাগিগণ সব এখানে কালে এসে জুটবে—মনে এরূপ কত কল্পনার উদয় হচ্ছে।”৭ এহেন বেলুড় মঠের গুরুত্ব যথার্থই অনুধাবন করা নিশ্চিতরূপে দুরূহ। বেলুড় মঠ বহু যুগের জন্য ইতিহাসে এক বিশিষ্ট স্থান করে নিয়েছে। স্বামীজী বলেছেন : “এই সঙ্ঘই তাঁহার অঙ্গস্বরূপ এবং এই সঙ্ঘেই তিনি সদা বিরাজিত।”৮ তাই স্বামী বিবেকানন্দ কর্তৃক বেলুড়ে মঠস্থাপনার ঘটনাবলির অনুধ্যান এক অর্থে সংঘরূপী শ্রীরামকৃষ্ণের...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in