মাত্র তিন বছর চার মাসের মধ্যেই জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন হয়ে উঠেছিলেন ভারতহিতৈষী এক শিক্ষা-প্রশাসক।
জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন : ছায়াপথের এক বিচিত্র অভিযাত্রীসম্পাদনা : ড. কৃষ্ণা রায়প্রকাশক :বেথুন কলেজ১৮১ বিধান সরণিকলকাতা-৭০০০০৬৭০০.০০ মাত্র তিন বছর চার মাসের মধ্যেই জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন হয়ে উঠেছিলেন ভারতহিতৈষী এক শিক্ষা-প্রশাসক। নারীশিক্ষার ক্ষেত্রে তাঁর ভূমিকা সবিশেষ স্মরণীয়। চারটি অধ্যায়ে বিস্তৃত প্রবন্ধগুলিতে তাঁর জীবনের বিভিন্ন দিক চর্চিত হয়েছে। প্রথম পর্বে বেথুনের সামগ্রিক জীবন ছাড়াও আছে আইনজ্ঞ, শিক্ষক, প্রশাসক, ভাষাবিদ ও কবি হিসাবে তাঁর নানান কীর্তির প্রসঙ্গ। ‘স্বপ্নচারিতায় বেথুন’ পর্বে রয়েছে চারটি বিশেষ প্রসঙ্গ। ‘স্মৃতিমালা’ অধ্যায়ে বিধৃত বেথুন কলেজ থেকে প্রকাশিত আটটি নির্বাচিত রচনা। ‘বেথুনবাণী’ অধ্যায়ে বিধৃত ভারতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া তাঁর ভাষণ। এছাড়াও আছে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠার পর লর্ড ডালহৌসিকে লেখা চিঠি, মধুসূদনের কবিতা নিয়ে লেখা চিঠি। মূল ভাষণ, চিঠি ও বাংলা তরজমা একসঙ্গে সন্নিবিষ্ট হয়েছে। পরিশিষ্ট অংশে সংযোজিত হয়েছে বেথুনের জীবন-পঞ্জী। তাঁর সম্পর্কে এমন গবেষণাধর্মী আলোচনা পাঠকগণের জ্ঞানতৃষ্ণা মেটাতে সহায়ক হবে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
