আমি আজ গোরু চরাতে যাব। বৃন্দাবনের নানারকম ফল নিজের হাতে খাব। শুনে মা যশোদা

“আজু মৈ গাই চরাবন জৈহৌঁ।বৃন্দাবনকে ভাঁতি ভাঁতি ফল, অপনে করমেঁ খৈহৌঁ।।ঐসী অবহিঁ কহো জনি বারে, দেখৌ অপনী ভাঁতি।তনক তনক পাইঁ চলিহৌ কৈসে, আবত হ্বৈ হৈ রাতি।।”১ —সুরদাস শিশু কৃষ্ণ মাকে বলছেন : আমি আজ গোরু চরাতে যাব। বৃন্দাবনের নানারকম ফল নিজের হাতে খাব। শুনে মা যশোদা বলছেন : একথা এখন বলো না বাছা, নিজের ক্ষমতা বুঝে দেখ। ছোট ছোট পায়ে চলবে কেমন করে? ফিরতে রাত হবে যে! বৃন্দাবন অনুধ্যান করতে বসে আমাদের মনের অবস্থা খানিক তেমনই। ভাবি—ঐ তো অন্তরের আলোকে উদ্ভাসিত বৃন্দাবন। সে-বৃন্দাবনের বাতাসে কৃষ্ণনাম, যমুনার জলে রাধিকার প্রেমের অবিরাম ধারা, আর ধূলিতে ধূলিতে গোপালের পাদস্পর্শ। ভাবি—বৃন্দাবনের পথে পথ হারাব। অনুধ্যান করব কৃষ্ণলীলা। ঐশী সম্পদ দুহাত ভরে গ্রহণ করে আস্বাদন করব। ঠিক তখনি মা যশোদার সুরেই কে যেন বলে ওঠে—অনন্ত ভাবময়, মহাপবিত্র এই বৃন্দাবন; ক্ষুদ্র মানুষের কী সাধ্য যে তার ইয়ত্তা করে! যুগাবতার শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন—বৃন্দাবনের রজ সাক্ষাৎ ব্রহ্ম। তবু বৃন্দাবন-বিলাসিনী শ্রীরাধাকে স্মরণ করে এগিয়ে চলি। শুনেছি তঁার কৃপায় মূক বাঙ্ময় হয়ে ওঠে, খঞ্জ পার হয়ে যায় দুর্গম গিরিকন্দর। কোথা বৃন্দাবন রাজধানী দিল্লির কমবেশি দেড়শো কিলোমিটার দক্ষিণে, মথুরা নগরীর পাঁচ কিলোমিটার উত্তরে আজকের বৃন্দাবন। তাকে উত্তর, পূর্ব ও দক্ষিণে আবেষ্টন করে রেখেছে অসিতবর্ণা যমুনা। পশ্চিমে পঁচিশ কিলোমিটার দূরে গিরিগোবর্ধন, উত্তর-পশ্চিমে শ্রীরাধার জন্মভূমি বর্ষাণা, আর দক্ষিণে কমবেশি কুড়ি কিলোমিটার দূরে, যমুনার পূর্ব কূলে গোকুল ধাম। মথুরার চারপাশে চুরাশি ক্রোশ (এক ক্রোশ = তিন কিলোমিটার) পরিমিত অঞ্চলের নাম ‘ব্রজ’ বা ‘ব্রজমণ্ডল’। যমুনার দুই তীরে মহাবন, ভদ্রবন, মধুবন, কাম্যবন, বৃন্দাবন ইত্যাদি বারোটি বন বা জনপদ আছে। এছাড়াও আছে লাঠাবন, কোকিলবন, ছত্রবন ইত্যাদি বেশ কিছু উপবন। এইসব বন-উপবনই শ্রীকৃষ্ণের লীলাভূমি বলে কথিত। বৃন্দাবন নামের ইতিহাস নিয়ে মতভেদ আছে। প্রচলিত মত—বৃন্দা বা তুলসীগাছের আধিক্যের কারণেই এই নাম। মতান্তরে শ্রীরাধার অপর নাম বৃন্দা, তাঁর নামেই এই বনের নাম বৃন্দাবন। আবার অনেকে বলেন, শ্রীরাধার অন্যতম সখী বৃন্দা এই স্থানে তপস্যা...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in