খন হরি বলতে বলতে জগৎ তো ভুল হয়ে যাবেই, এমন

শ্রীরামকৃষ্ণ বলেছেন : “প্রেম কাকে বলে জান? যখন হরি বলতে বলতে জগৎ তো ভুল হয়ে যাবেই, এমন যে নিজের দেহ এত প্রিয় জিনিস, তার ওপর পর্যন্ত সংজ্ঞা থাকবে না।”১ বৃন্দাবন হলো সেই প্রেম-ভক্তির গোমুখ। বৃন্দাবন শ্রীভগবানের নিত্যলীলাক্ষেত্র। শীতলতার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, তেমনই ভক্তিহিমের স্পর্শ পেয়ে এই পুণ্যভূমিতে সচ্চিদানন্দ-সাগর সাকার মূর্তি ধরেছেন, আর তাঁকে ঘিরে প্রেমানন্দে মেতেছেন ভক্তশ্রেষ্ঠ গোপিনীরা। শাস্ত্রও পরম বিস্ময়ে লিখছে— “কং প্রতি কথয়িতুমীশে সম্প্রতি কো বা প্রতীতিমায়াতু।গোপতিতনয়াকুঞ্জে গোপবধূটী-বিটং ব্রহ্ম।।”২ —কার কাছে একথা বলব, কেই বা আমার কথা বিশ্বাস করবে, যমুনার তীরে নিকুঞ্জবনে গোপবধূ সঙ্গে স্বয়ং ভগবান বিহার করছেন! সেই গোপীজনবল্লভ ব্রজকিশোরের রূপ কেমন ছিল? স্বয়ং শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ তাঁর জননী ঊষাকে একবার এই প্রশ্ন করেছিলেন। ততদিনে শ্রীকৃষ্ণ ও শ্রীবলরাম অন্তর্ধান করেছেন। বজ্রনাভ মথুরামণ্ডলের রাজা হয়েছেন। ঊষা তাঁর পুত্রকে অখিলরসামৃতবিগ্রহ শ্রীকৃষ্ণরূপের বর্ণনা দিলেন। সেই অনুযায়ী বজ্রনাভ জনৈক ভাস্করকে দিয়ে নির্মাণ করালেন কষ্টিপাথরের তিনটি কৃষ্ণবিগ্রহ—মদনমোহন, গোপীনাথ ও গোবিন্দদেব। ঊষা মদনমোহনের বিগ্রহ দেখে মন্তব্য করলেন—বিগ্রহের চরণযুগল হুবহু শ্রীকৃষ্ণের চরণযুগলের মতো। গোপীনাথের বিগ্রহ দেখে বললেন, এঁর বক্ষঃস্থল যেন শ্রীকৃষ্ণেরই বক্ষ। সবশেষে গোবিন্দমূর্তির দিকে এক ঝলক তাকিয়েই লজ্জায় মাথায় ঘোমটা টানলেন ঊষা। এ কী! বিগ্রহের মুখ যে অবিকল শ্রীকৃষ্ণের মুখের মতো! রাসবিলাসী মদনমোহন বজ্রনাভ এই তিন বিগ্রহ ছাড়াও আরো অনেক কৃষ্ণবিগ্রহ নির্মাণ করিয়ে মথুরামণ্ডলের নানা স্থানে মন্দির গড়ে প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর বজ্রনাভই প্রথম মথুরামণ্ডলে শ্রীকৃষ্ণের লীলাস্থলগুলি চিহ্নিত করেন। তারপর বহু যুগ অতিক্রান্ত হলো। ব্রজের মন্দিরগুলি কালের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হলো। পরে অবশ্য হিন্দু রাজাদের আমলে সেইসব স্থানে নতুন নতুন মন্দির নির্মাণ করে বিগ্রহদের পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। কিন্তু ১০১৮ খ্রিস্টাব্দে বহিঃশত্রুর আক্রমণে মথুরামণ্ডল ছারখার হয়ে যায়। বিগ্রহদের রক্ষা করার জন্য পূজারিরা তাঁদের কুয়ো কিংবা নদীতে, মাটির তলায় বা গহিন অরণ্যে লুকিয়ে রেখে ব্রজভূমি ত্যাগ করেন। তীর্থ হলো লুপ্তপ্রায়। তার পর ষোড়শ শতাব্দীতে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্যরূপে ব্রজভূমিতে পদার্পণ করলেন। নীলাচলে ফিরে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in