স্বামী বিবেকানন্দের দর্শন-ভাবনাকে লেখক সামগ্রিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন নয়টি অধ্যায়ে।
দার্শনিক বিবেকানন্দড. কুঞ্জবন বিশ্বাসপ্রকাশক :নারায়ণচন্দ্র ঘোষঅক্ষর প্রকাশনী১৮এ, টেমার লেনকলকাতা-৭০০০০৯২৫০.০০ স্বামী বিবেকানন্দের দর্শন-ভাবনাকে লেখক সামগ্রিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন নয়টি অধ্যায়ে। আলোচিত হয়েছে ভারতীয় দর্শনের সূচনাকাল থেকে তার ক্রমবিকাশ, বিস্তার ও বৈচিত্রের ইতিহাস। রয়েছে স্বামী বিবেকানন্দের সমকালীন যুগ সম্পর্কে আলোচনা। স্বামীজীর ধর্মভাবনা বিষয়ক আলেখ্যটি মনোজ্ঞ। শিক্ষা, সমাজ, মনোবিজ্ঞান প্রভৃতি বিভিন্ন পরিসরে তাঁর ভাবনাকে নিয়ে লেখক যেভাবে বিস্তৃত আকারে বিশ্লেষণ করেছেন তার জন্য শ্রীবিশ্বাসের সাধুবাদ প্রাপ্য।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
