শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাসংঘ, কল্যাণী, নদিয়া : গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব-তিথি ও বার্ষিক উৎসব পালিত হয়।
উৎসব-অনুষ্ঠান শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাসংঘ, কল্যাণী, নদিয়া : গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব-তিথি ও বার্ষিক উৎসব পালিত হয়। প্রায় ২,৫০০ ভক্ত হাতে হাতে প্রসাদ পান। প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ আশ্রমে শুভাগমন করে ধর্মসভায় ভাষণ প্রদান করেন। শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম, ঝোড়হাট, হাওড়া : গত ২১-২২ ফেব্রুয়ারি ২০২৩ পাঠ, বিশেষ পূজা, ভক্তিগীতি, শ্রুতিনাটক, নৃত্য-গীতি-আলেখ্য প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবতিথি ও উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী দুর্গাত্মানন্দ, স্বামী অঘোরাত্মানন্দ, স্বামী সুদর্শনানন্দ প্রমুখ। প্রায় ৬০০ ভক্ত প্রসাদ পান। হরিপাল চকচণ্ডীনগর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, হুগলি : গত ২৫ ফেব্রুয়ারি ২০২৩ বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীিত প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব ও বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী বশিষ্ঠানন্দ, স্বামী ঋতানন্দ প্রমুখ। প্রায় ৬৫০ জন ভক্ত বসে প্রসাদ পান। প্রবুদ্ধ ভারত সংঘ (গোহগ্রাম শাখা), পূর্ব বর্ধমান : গত ১ মার্চ ২০২৩ শোভাযাত্রা, সংগীত, পতাকা উত্তোলন, বিশেষ পূজা, লীলা ও পালা কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব আয়োজিত হয়। ভাষণ দেন স্বামী অজ্ঞেয়ানন্দ, সাধারণ সম্পাদক সমীরকুমার মজুমদার প্রমুখ। প্রায় ৫০০০ নরনারায়ণের সেবা করা হয়। বিরাটি-তাজপুর শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সংঘ, হুগলি : গত ১১ মার্চ ২০২৩ নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন স্বামী দিব্যানন্দজী মহারাজ। এই উপলক্ষে ১০—১২ মার্চ বাস্তুপূজা, শোভাযাত্রা, বিশেষ পূজা, ভক্তিগীতি, নাটিকা, লোকগীতি, হরিনাম সংকীর্তন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাউল গান প্রভৃতি অনুষ্ঠিত হয়। একই সাথে বার্ষিক উৎসবও অনুষ্ঠিত হয়। বিভিন্ন দিনে ভাষণ দেন স্বামী দিব্যানন্দজী মহারাজ, স্বামী লোকোত্তরানন্দ, স্বামী নিরন্তরানন্দ, স্বামী প্রাণারামানন্দ, স্বামী নিত্যযুক্তানন্দ, স্বামী সুনিষ্ঠানন্দ, দুর্গাপদ চট্টোপাধ্যায় ও সভাপতি সুভাষচন্দ্র মিত্র। ন’পাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, বারাসত, উত্তর চব্বিশ পরগনা : গত ১২ মার্চ ২০২৩ নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। ১৯ মার্চ শোভাযাত্রা, পূজা, পাঠ, ভজন প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। বিভিন্ন সময়ে ভাষণ দেন স্বামী ঋতানন্দ, প্রব্রাজিকা শুচিপ্রাণা, প্রব্রাজিকা অখিলাত্মপ্রাণা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in