উৎসব-অনুষ্ঠান

শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ আশ্রম, বহিচাড়, পূর্ব মেদিনীপুর : গত ২৬—২৮ ডিসেম্বর ২০২২ বিশেষ পূজা, পাঠ প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী একরূপানন্দ ও স্বামী বিনিশ্চয়ানন্দ। প্রায় ৩০০০ ভক্ত প্রসাদ পান।

ইলামবাজার শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম, বীরভূম : গত ৮ জানুয়ারি ২০২৩ সংগীত, আবৃত্তি, প্রশ্নোত্তরপর্ব প্রভৃতির মাধ্যমে যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী মধুহানন্দ ও অধ্যাপক রামকানাই সিংহ। ১৭৮ জন যুবপ্রতিনিধি এতে অংশগ্রহণ করে। প্রায় ২৫০ জন ভক্ত প্রসাদ পান।

রানিগঞ্জ বিবেকানন্দ সেবাকেন্দ্র, পশ্চিম বর্ধমান : গত ৮ জানুয়ারি ২০২৩ বিশেষ পূজা, পাঠ, যুবসম্মেলন, পুরস্কার বিতরণ, কীর্তন প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী ভুবনেশ্বরানন্দ ও স্বামী অমলাত্মানন্দ। ১৫২ জন যুবপ্রতিনিধি যুবসম্মেলনে অংশগ্রহণ করে। এদিন প্রায় ৬০০০ ভক্ত বসে প্রসাদ পান।

হলদিয়া টাউনশিপ শ্রীশ্রীরামকৃষ্ণ সেবায়তন, পূর্ব মেদিনীপুর : গত ১২ জানুয়ারি ২০২৩ জাতীয় যুবদিবস উপল‌ক্ষে আয়োজিত রক্তদান শিবিরে ৫০ জন রক্তদান করেন। ১৪ জানুয়ারি বিশেষ পূজা, পাঠ প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হয়। প্রায় ২০০ ভক্ত বসে প্রসাদ পান।

শ্রীশ্রীরামকৃষ্ণ সারদামণি আশ্রম, খেপুত, পশ্চিম মেদিনীপুর : গত ১২ জানুয়ারি ২০২৩ প্রভাতফেরি, অঙ্কন, যোগব্যায়াম, সংগীত, যেমন খুশি সাজো প্রভৃতি প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় যুবদিবস পালিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের স্বামীজীর আহ্বান পুস্তিকা ও শংসাপত্র প্রদান করা হয়। এদিন দরিদ্রনারায়ণদের মধ্যে ৫৬টি কম্বল, ২১টি চাদর, ২০টি ধুতি, ৩০০ করে গেঞ্জি ও প্যান্ট প্রভৃতি বিতরণ করা হয়। প্রায় ৪০০০ ভক্ত বসে প্রসাদ পান।

শ্রীরামকৃষ্ণ সারদা সেবাসংঘ, সিলাটি, ওড়িশা : গত ১৭ জানুয়ারি ২০২৩ শোভাযাত্রা, ভজন, সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ প্রভৃতির মাধ্যমে জাতীয় যুবদিবস পালিত হয়। ভাষণ দেন স্বামী অনুভবানন্দ, স্বামী রামতত্ত্বানন্দ, বিধায়ক প্রকাশচন্দ্র মাঝি, ডঃ অনিল মিশ্র প্রমুখ। প্রায় ১৭০০ ভক্ত ও ছাত্রছাত্রী প্রসাদ পান।